মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা

ঘরের মাঠে এটাই হয়তো শেষ ম্যাচ। সেই ম্যাচে জোড়া গোল করেই রাঙিয়ে রাখলেন কিংবদন্তি লিওনেল মেসি। আর তার এই অনবদ্য পারফরম্যান্সে পাত্তা পায়নি ভেনেজুয়েলাও। বড় জয়ে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্তাদিও মনুমেন্তালে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসির জোড়া গোলের সঙ্গে অপর গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ।

প্রথম থেকেই গোলের সুযোগ তৈরি করছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে হুলিয়ান আলভারেজের শট ভেনেজুয়েলার গোলরক্ষক কর্নারে ঠেকিয়ে দেন। কর্নার থেকে রোমেরো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি স্বাগতিকরা।

অবশেষে বিরতির আগে লিড নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে আলভারেজ বল বাড়ান মেসিকে। নিখুঁত চিপে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দলকে এগিয়ে নেন অধিনায়ক (১-০)।

বিরতির পর মাঠে নেমেই আক্রমণ তীব্র করে আর্জেন্টিনা। মেসির পাস থেকে নিকোলাস গনসালেস শট নিলেও গোলরক্ষকের হাতে আটকে যায়। এরপর বদলি হিসেবে নামেন লাউতারো মার্তিনেজ, আর খুব বেশি সময় নেননি গোল খুঁজে পেতে। মেসির ফ্রি-কিক থেকে গনসালেসের ক্রসে হেডে গোল করে ব্যবধান বাড়ান লাউতারো (২-০)।

এরপর থিয়াগো আলমাদার নিখুঁত অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন মেসি। সহজ ফিনিশিংয়ে গোল করে ৩-০ তে লিড নিশ্চিত করেন তিনি।

শেষ দিকে জুলিয়ানো সিমিওনে ও নিকো পাজ মাঠে নামার সুযোগ পেলেও স্কোরলাইন আর বাড়েনি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তারা, যা হবে এই বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ।

Comments