বেনফিকায় ফিরলেন মরিনহো, চুক্তি ২০২৭ পর্যন্ত
পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব বেনফিকা তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোসে মরিনহোকে। ৬২ বছর বয়সী পর্তুগিজ এই কোচের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে লিসবনভিত্তিক ক্লাবটি।
ব্রুনো লাজের বিদায়ের পর দলে আসছেন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে হারের পর মঙ্গলবারই ছাঁটাই হন লাজে। বিস্ময়করভাবে, বেনফিকার নতুন কোচ হওয়ার আগেই মরিনহো তার আগের দল ফেনারবাচের সঙ্গে বিদায় নেন, আর সেই বিদায়ও আসে বেনফিকার হাতেই, চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে হেরে।
২০০০ সালে বেনফিকার সঙ্গেই ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু করেছিলেন মরিনহো। তবে মাত্র ১০ ম্যাচ পর ক্লাব সভাপতির সঙ্গে মতবিরোধে পদত্যাগ করতে হয় তাকে। এবার ফেরার পর তিনি জানালেন স্পষ্ট অঙ্গীকার, 'আমার প্রতিশ্রুতি খুব পরিষ্কার, আমি বেনফিকার জন্যই বাঁচব, আমার মিশনের জন্য। আমি গুরুত্বপূর্ণ নই, গুরুত্বপূর্ণ হলো বেনফিকা।'
চুক্তিতে একটি শর্তও রাখা হয়েছে, ২০২৫-২৬ মৌসুমের শেষে ১০ দিনের মধ্যে চাইলে উভয়পক্ষের সম্মতিতে সম্পর্কের ইতি টানা যাবে।
তবে লাজেকে ছাঁটাই করা হয়েছে একরকম বিস্ময়ের মধ্যেই। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একবার হেরেছিলেন তিনি। বর্তমানে মরিনহো হাতে পাচ্ছেন এমন একটি দল, যারা প্রিমেইরা লিগায় ষষ্ঠ স্থানে আছে, শীর্ষে থাকা পোর্তোর চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে, তবে একটি ম্যাচ হাতে রয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ১৭তম স্থানে থাকা এভিএসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে মরিনহোর নতুন অধ্যায়।
তবে 'দ্য স্পেশাল ওয়ান' নামে পরিচিত মরিনহোর সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। আগামী ৩০ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে তিনি ফিরবেন স্ট্যামফোর্ড ব্রিজে, মুখোমুখি হবেন তার সাবেক ক্লাব চেলসির।


Comments