এবারের ব্যালন ডিঅর আসরে থাকছেন না পিএসজি খেলোয়াড়রা

ইউরোপসেরা সাফল্যের উদযাপন হওয়ার কথা ছিল প্যারিসেই। ব্যালন ডি'অর মঞ্চে জ্বলজ্বল করতেন পিএসজির তারকারা। অথচ লিগ আঁর এক বিতর্কিত সিদ্ধান্তে সেই মাহেন্দ্রক্ষণেই অনুপস্থিত থাকতে হচ্ছে দেম্বেলে-হাকিমিদের। চ্যাম্পিয়নস লিগ জয়ী দলকে ঘিরে যে আনন্দোৎসবের প্রস্তুতি চলছিল, তা এখন ম্লান হয়ে যাচ্ছে 'লে ক্লাসিকো' স্থগিত হয়ে সোমবারে ঠেকায়।

লুইস এনরিকের দল থেকে কয়েকজন ইউরোপসেরা ফুটবলার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় আলোচনায় আছেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন, তাকেই এবার ব্যালন ডি'অরের মূল দাবিদার হিসেবে ধরা হচ্ছে।

তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় দেম্বেলে মাঠের বাইরে আছেন প্রায় চার সপ্তাহ ধরে। সোমবারের অনুষ্ঠানে যদিও তার উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা।

অন্যদিকে, পিএসজির জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে 'লে ক্লাসিকো'। প্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের বিপক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) ম্যাচটি হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কিক-অফের মাত্র ছয় ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। লিগ দ্য ফুটবল প্রফেসিওনেল (এলএফপি)-এর নিয়ম অনুযায়ী ম্যাচটি সোমবার পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে সেই রাতেই ব্যালন ডি'অরের সঙ্গে ম্যাচের সময় মিলে যাচ্ছে।

এর ফলে সেরা কোচের পুরস্কার (ইয়ুহান ক্রুইফ ট্রফি) পাওয়ার কথা থাকলেও নিজের দলকে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামাতে ব্যস্ত থাকবেন কোচ এনরিক। একইভাবে ভিটিনিয়া, খভিচা কভারাত্সখেলিয়া ও নুনো মেন্দেসও ব্যালন ডি'অর মনোনয়ন পেলেও অনুষ্ঠানে থাকতে পারবেন না।

তবে দেম্বেলের ক্ষেত্রে আলাদা পরিস্থিতি। ইনজুরির কারণে তিনি যেহেতু খেলছেন না, তাই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নিতে কোনো বাধা নেই। তবে সতীর্থদের পাশে না পেয়ে তার অর্জন উদযাপনটা কিছুটা একাকীই হবে।

উল্লেখ্য, গত বছর রিয়াল মাদ্রিদ পুরো ব্যালন ডি'অর অনুষ্ঠান বয়কট করেছিল। তবে কারণটা ছিল ভিন্ন। তারা মনে করেছিল, তাদের খেলোয়াড়দের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি, বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রকে অবমূল্যায়ন করা হয়েছিল। এজন্য ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে ক্লাব সিদ্ধান্ত নেয়, কেউই অনুষ্ঠানে যাবে না।

ব্যালন ডি'অর ২০২৫ পুরুষ বিভাগের মনোনীতরা:

*            জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)

*            উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি)

*            জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, পিএসজি/ম্যানসিটি)

*            দেজিরে দোয়ে (ফ্রান্স, পিএসজি)

*            ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার)

*            সেরহু গুরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড)

*            ভিক্টর গিয়োকেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল)

*            আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানসিটি)

*            আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি)

*            হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

*            খভিচা কভারাত্সখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি)

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

25m ago