আবার কোপা ট্রফি জিতে ইয়ামালের নতুন কীর্তি

ছবি: এএফপি

ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে থাকা লামিন ইয়ামাল পেলেন দুর্দান্ত আরেকটি মৌসুম কাটানোর স্বীকৃতি। বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার টানা দ্বিতীয়বারের মতো জিতলেন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি।

প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে ২০২৫ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ইয়ামাল জিতেছেন কোপা ট্রফি। তার হাতে ট্রফি তুলে দেন বিশ্বকাপজয়ী সাবেক ফরাসি ডিফেন্ডারর রাফায়েল ভারান।

২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। পুরস্কারটির নামকরণ হয়েছে ফরাসি কিংবদন্তি রেমন্ড কোপার নামে।

গত বছর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন ইয়ামাল। এবার তিনি তৈরি করেছেন আরেক ইতিহাস। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার এই পুরস্কার তার হাতে উঠেছে।

গত ২০২৪-২৫ মৌসুমে ইয়ামাল ছিলেন অসাধারণ ছন্দে। বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন তিনি। তার ক্লাব জেতে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।

বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঁচিয়ে ধরা বার্সেলোনার তৃতীয় ফুটবলার ইয়ামাল। তার আগে স্প্যানিশ ক্লাবটির হয়ে পেদ্রি (২০২১ সাল) ও গাভি (২০২২ সাল) কোপা ট্রফি পান।

২০১৮ সালে সর্বপ্রথম কোপা ট্রফি জেতেন কিলিয়ান এমবাপে। এরপর মাটাইস ডি লিখট (২০১৯ সাল) ও জুড বেলিংহ্যাম (২০২৩ সাল) এই সম্মাননা পেয়েছেন। তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর কারণে ব্যালন ডি'অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

ছেলেদের পাশাপাশি মেয়েদের বিভাগেও কোপা ট্রফি গেছে বার্সেলোনার ও স্পেনের ঝুলিতে। জিতেছেন ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago