ইংল্যান্ড স্কোয়াডে নেই ফোডেন-গ্রীলিশ-বেলিংহ্যাম, ফিরলেন সাকা
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে দলে জায়গা হয়নি ফর্মে থাকা ফিল ফোডেন ও জ্যাক গ্রীলিশের।
ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমের শুরুতে দুই গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ফোডেন। অন্যদিকে এভারটনের জার্সিতে চারটি অ্যাসিস্ট দিয়ে প্রিমিয়ার লিগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন গ্রীলিশ। তবুও টুখেলের নির্বাচনে উপেক্ষিত দুজনেই।
একইভাবে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যামেরও। দীর্ঘদিন ধরে বাঁ কাঁধের ইনজুরিতে ভুগে জুলাইয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। সম্প্রতি মাঠে ফেরার পরও ডাক পাননি এই ২২ বছর বয়সী।
তবে সুখবর হলো, চোট কাটিয়ে দলে ফিরেছেন আর্সেনালের বুকায়ো সাকা। হ্যামস্ট্রিং সমস্যার কারণে গত মাসে খেলতে পারেননি তিনি।
ইংল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গেহি, রিস জেমস, এজরি কনসা, মাইলস লুইস-স্কেলি, জারেল কোয়ানসাহ, জেড স্পেন্স, জন স্টোনস।
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, মর্গান গিবস-হোয়াইট, জর্ডান হেন্ডারসন, রুবেন লফটাস-চীক, ডেক্লান রাইস, মর্গান রজার্স।
ফরোয়ার্ড: জাররড বোয়েন, এবেরেচি এজে, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, অলি ওয়াটকিন্স।


Comments