৬ সপ্তাহ মাঠের বাইরে পালমার

চেলসির ইংলিশ মিডফিল্ডার কোল পালমারকে আরও ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন ক্লাবের কোচ এনজো মারোস্কা। শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন এই কোচ। তিনি জানান, পালমারের চোট আগের ধারণার চেয়ে গুরুতর।

২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২–১ গোলের পরাজয়ের ম্যাচের পর থেকেই মাঠের বাইরে আছেন। প্রথমার্ধের মাঝপথেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

প্রথমে ধারণা করা হয়েছিল, চলতি মাসের আন্তর্জাতিক বিরতির পরই মাঠে ফিরতে পারবেন পালমার। তবে মারোস্কা বলেন, 'আমি ভুল করেছিলাম। দুঃখজনকভাবে, তাকে আরও অন্তত ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। এটিই এখনকার আপডেট।'

ইতালিয়ান এই কোচ আশ্বস্ত করেছেন যে, পালমারের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তিনি বলেন, 'আমরা চেষ্টা করছি কোলকে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যখন ফিরবে, তখন যেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরতে পারে।'

শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মারোস্কা বলেন, দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হারানো বিশাল ধাক্কা।

তার ভাষায়, 'প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজনকে প্রতিস্থাপন করা সহজ নয়। আমাদের এখন নতুন সমাধান খুঁজে নিতে হবে, ভিন্ন ধাঁচের খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হবে। কারণ কোল পামারের মতো আর কেউ নেই, সে একেবারেই অনন্য।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago