এল ক্লাসিকোতে খেলার জন্য মুখিয়ে আছেন বেলিংহ্যাম
যে দানবীয় ফর্মে রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুম শুরু করেছিলেন জুড বেলিংহ্যাম তা দেখা যায়নি গত মৌসুমে। তবে এই ইংলিশ তারকা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ছন্দে ফিরেছেন এবং আসন্ন শনিবার বার্সেলোনার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।
কাঁধের অস্ত্রোপচারের পর মৌসুমের শুরুটা তার জন্য কঠিন ছিল, কিন্তু এখন নিজেকে শতভাগ ফিট বলে ঘোষণা দিয়েছেন বেলিংহ্যাম, 'আমি এখন দারুণ অনুভব করছি, সত্যিই খুব খুশি, অবশেষে পুরোপুরি মাঠে ফিরেছি। বিরতির আগের কয়েকটি ম্যাচে, এরপর গেতাফে ও জুভেন্তাসের বিপক্ষে খেলায় আমি অনুভব করেছি যে আবার আগের মতো ফর্মে ফিরছি। এখন আমি আরও শক্তিশালী, ইতিবাচক, সম্ভবত অনেকদিন পর সেরা শারীরিক অবস্থায় আছি।'
সম্প্রতি চলতি মৌসুমে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করেছেন বেলিংহ্যাম। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ নিয়ে তার মনোযোগ শুধু গোল নয়, বরং মানসিক স্থিতিশীলতা ধরে রাখাতেও।
তার ভাষায়, 'এমন ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার নিয়ন্ত্রণ ধরে রাখা, সময়, আবেগ ও সূক্ষ্ম মুহূর্তগুলো সামলানো, যেগুলোই পার্থক্য গড়ে দেয়। গত বছর আমরা পিছিয়ে পড়লে সেটার প্রভাব আমাদের খেলায় পড়ে যেত। এখন লক্ষ্য হচ্ছে পুরো ৯০ মিনিট মানসিকভাবে স্থির থাকা।'
এল ক্লাসিকো নিয়ে বেলিংহ্যামের উচ্ছ্বাসও স্পষ্ট। 'এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি। ছোটবেলা থেকে এই দ্বৈরথ দেখে বড় হয়েছি। আমারও ভালো কিছু মুহূর্ত এসেছে, আবার কঠিন সময়ও গেছে, কিন্তু এমন ম্যাচে খেলা সত্যিই অবিশ্বাস্য, বিশেষ করে ঘরের মাঠে। আমি জানি, এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ -চাপ, প্রত্যাশা, মান সবকিছু মিলে এক অনন্য অভিজ্ঞতা। আমাদের জয়টা খুব দরকার।'
বর্তমানে লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদ দুই পয়েন্টে এগিয়ে বার্সেলোনার চেয়ে। দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে, আর বেলিংহ্যামও প্রস্তুত, স্পেনের সবচেয়ে বড় মঞ্চে নিজের ছাপ রাখার জন্য।


Comments