চলতি বছরে ডি ব্রুইনাকে পাচ্ছে না নাপোলি!
শিরোপা ধরে রাখার মিশনে এবার কেভিন ডি ব্রুইনাকে পেয়ে দারুণ উজ্জীবিত ছিল সিরি আর ক্লাব নাপোলি। তবে তাতে বড় বড় ধাক্কা খেয়েছে দলটি। অন্তত ২০২৬ সালের শুরুর আগে মাঠে ফিরতে নাও পারেন এই বেলজিয়ান মিডফিল্ডার। ক্লাবটি নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডি ব্রুইনা।
শনিবার ইন্টার মিলানের বিপক্ষে নাপোলির ৩-১ গোলের জয়ে একটি পেনাল্টি থেকে গোল করার সময়ই চোট পান সাবেক ম্যানচেস্টার সিটি তারকা। পেনাল্টি গোলের পর হঠাৎ স্থির হয়ে যান তিনি, ডান উরু চেপে ধরেন, এরপর ক্লাবের মেডিকেল টিমের সহায়তায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।
ইতালিতে আসার পর এ মৌসুমে এটি ছিল ডি ব্রুইনের চতুর্থ লিগ গোল। চারটির মধ্যে দুটি এসেছে পেনাল্টি থেকে, একটি ফ্রি-কিক থেকে।
নাপোলি এক বিবৃতিতে জানায়, 'কেভিন ডি ব্রুইনের ডান উরুর বাইসেপস ফেমোরিস অংশে বড় ধরনের চিড় ধরা পাওয়া গেছে। তিনি ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।'
তবে ক্লাবটি আর বিস্তারিত কিছু জানায়নি।
ইতালির গাজেত্তা দেলো স্পোর্ত ও স্কাই স্পোর্টস জানিয়েছে, এ বছর আর মাঠে দেখা যাবে না ডি ব্রুইনেকে। ফলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নাপোলির জন্য এটি এক বিরাট আঘাত হয়ে এসেছে।
মঙ্গলবার লেচের বিপক্ষে খেলতে নামবে নাপোলি। গোল পার্থক্যে এগিয়ে থাকলেও, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এএস রোমা।


Comments