বিশ্বকাপ জয়ের আনন্দকে সন্তান জন্মের অনুভূতির সঙ্গে তুলনা মেসির

লিওনেল মেসির জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি নিঃসন্দেহে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়। তবে এবার তিনি সেই আনন্দের গভীরতা এমন এক তুলনায় প্রকাশ করেছেন, যা তার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। মেসির ভাষায়, বিশ্বকাপ জয়ের আনন্দ ছিল তার সন্তানের জন্মের সমান তীব্র ও অনির্বচনীয় অনুভূতি।

মায়ামিতে অনুষ্ঠিত আমেরিকান বিজনেস ফোরামে উপস্থিত থেকে শহরের মেয়রের কাছ থেকে 'কি টু দ্য সিটি' সম্মান গ্রহণ করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই আর্জেন্টাইন তারকা। সেখানেই তিনি স্মৃতিচারণ করেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ অভিযানের, যেখানে মেসি নিজে ছিলেন দলের প্রাণভোমরা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে গৌরব এনে দেন তিনি, আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।

মেসি বলেন, 'সম্পূর্ণ শ্রদ্ধার সাথে বলছি, এটি তুলনাহীন বিষয়। কিন্তু পেশাদার ফুটবলে যখন আমি বিশ্বকাপ জিতলাম, সেই অনুভূতিটা ঠিক আমার সন্তানদের জন্মের সময়ের মতোই ছিল। এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এত বিশেষ, এত বিশাল, যে কোনো শব্দই যথেষ্ট নয়।'

বিশ্বকাপ জয় শুধু তার ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয়, ছিল গোটা দেশেরও এক অনন্ত আকাঙ্ক্ষার বাস্তবায়ন, এমনটাই মনে করেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।

'দেশ যেভাবে উদযাপন করেছিল, তাতে বোঝা গিয়েছিল আমরা কতটা এই সাফল্যের জন্য অপেক্ষা করছিলাম। আমার কাছে এটি ছিল পরিপূর্ণতার প্রতীক। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জয়ই সর্বোচ্চ প্রাপ্তি। এর পর আর কিছু চাওয়ার থাকে না,' বলেন তিনি।

মেসি আরও যোগ করেন, 'আমি ক্লাব স্তরে, ব্যক্তিগত পর্যায়ে সবকিছুই জিতেছিলাম। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকাও জিতেছি। কিন্তু বিশ্বকাপটা ছিল হারানো টুকরো। সেই ট্রফিটা পেয়ে মনে হয়েছে আমার ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ হলো।'

সবকিছু অর্জন করেও থেমে যাননি মেসি। ইন্টার মায়ামির এই তারকাকে আসন্ন ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আবারও ডাক দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

৩৬ বছর বয়সী মেসি এখনো খেলছেন দুর্দান্ত ছন্দে। এমএলএস মৌসুমে তিনি করেছেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট। একই সঙ্গে তিনি এমএলএস বেস্ট এলিভেনে জায়গা পেয়েছেন এবং এমভিপি পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

২০২৬ বিশ্বকাপ নিয়েও মেসির চোখে রয়েছে আশাবাদের আলো, যদিও অংশগ্রহণের বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলেননি তিনি। 'আমার খুব বেশি প্রত্যাশা আছে যে ২০২৬ সালের বিশ্বকাপ হবে অসাধারণ কিছু,' বললেন বিশ্বের সেরা ফুটবলারদের এই মহাতারকা।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago