প্লে-অফে কঠিন লড়াইয়ের প্রস্তুতিতে ইতালি

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ইতালি। কোচ জেন্নারো গাত্তুসো শুরু থেকেই জানতেন, সরাসরি জায়গা পাওয়ার ব্যর্থতার পর এই কঠিন পথ ধরতেই হবে। এখন সেই পথ আরও কঠিন করে তুলছে প্রতিপক্ষের শারীরিক ফুটবল।

২০১৪ সালের পর টানা দুটি বিশ্বকাপ, রাশিয়া ও কাতার, মিস করেছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুবারই প্লে-অফে হোঁচট খেয়ে ছিটকে পড়েছিল আজ্জুরিরা। তাই এবার প্লে-অফের প্রথম ধাপ পেরোতে পারলেই ইতালির সামনে অপেক্ষা করবে আরও বড় চ্যালেঞ্জ, ওয়েলস অথবা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে সম্ভাব্য ফাইনাল।

ড্রয়ের পর স্কাই স্পোর্টস ইতালিয়াকে গাত্তুসো বলেন, 'নর্দার্ন আয়ারল্যান্ড খুবই শারীরিক দল, তারা কখনো হাল ছাড়ে না। আমাদের এই ম্যাচ খেলতেই হবে। গত তিন মাস ধরে সবাইকে বলে আসছি, প্লে-অফের পথই আমাদের জন্য নির্ধারিত ছিল। এখন আত্মবিশ্বাস নিয়েই সামনে তাকাতে হবে।'

গত জুনে লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করার পর দায়িত্ব পান গাত্তুসো। তার অধীনে এস্তোনিয়া, ইসরায়েলের বিরুদ্ধে জয়ের পাশাপাশি মলদোভাকেও হারিয়েছে ইতালি। তবুও সরাসরি যোগ্যতা অর্জন সম্ভব হয়নি। শেষ ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে হার পুরো অভিযানটিই ব্যাহত করে।

গাত্তুসোর মতে, দলের সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা ও মানসিক ভঙ্গুরতা। তিনি বলেন, 'এখন সবচেয়ে জরুরি আমাদের ভঙ্গুরতা কাটানো। আমরা যখন ঠিকভাবে খেলি, আমরা প্রতিযোগিতায় সক্ষম, এটা আমরা প্রমাণ করেছি। কিন্তু শেষ ম্যাচে যে ভুলগুলো করেছি, সেগুলো আর করা যাবে না। এটিই এখন আমার প্রধান কাজ, এই দিকটি উন্নত করা।'

উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মিলে আয়োজিত পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই। তার আগে প্লে-অফের দেওয়াল পেরোতেই হবে ইতালিকে। গাত্তুসোর শিষ্যরা পারবেন কি না, এখন দৃষ্টি মার্চের গুরুত্বপূর্ণ লড়াইয়ে।

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

1h ago