পা ভেঙে দুই মাস মাঠের বাইরে ইসাক
টটেনহ্যামের মিকি ফন ডে ভেনের একটি 'বেপরোয়া ট্যাকল'-এর কারণে পা ভেঙে গেছে লিভারপুলের আলেকজান্ডার ইসাকের। এতে তাকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট।
শনিবার স্পার্সের বিপক্ষে ২–১ ব্যবধানের জয়ের ম্যাচে প্রথম গোলটি করার সময় ডিফেন্ডারের ট্যাকলে চোট পান সুইডেনের এই স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে জানায়, ইসাকের ফিবুলার হাড় ভেঙে গেছে, অস্ত্রোপচার করতে হয়েছে, 'গোড়ালির চোট, যার মধ্যে ফিবুলা হাড় ভাঙার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তার অস্ত্রোপচার করা হয়েছে।'
স্লট সাংবাদিকদের বলেন, 'এটা দীর্ঘমেয়াদি চোট, কয়েক মাসের জন্য। তাই হ্যাঁ, তার জন্য এটা বিশাল, বিশাল, বিশাল হতাশার। আর স্বাভাবিকভাবেই আমাদের জন্যও।'
ডাচ এই কোচ, ফন ডে ভেনের ট্যাকলকে 'বেপরোয়া' বলে আখ্যা দেন।
তিনি বলেন, 'ডে ভেনের ওই ট্যাকলটা যদি আপনি ১০ বার করেন, আমার মনে হয় ১০ বারই একজন খেলোয়াড়ের গুরুতর চোট পাওয়ার বড় ঝুঁকি থাকে।'
২৬ বছর বয়সী ইসাকের জন্য এটি সাম্প্রতিক আরেকটি ধাক্কা। সেপ্টেম্বরে ট্রান্সফার ডেডলাইন ডে-তে নিউক্যাসল থেকে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড (১৬৮ মিলিয়ন ডলার) ফিতে তাকে দলে নেয় লিভারপুল।
দীর্ঘসূত্রতার পর অ্যানফিল্ডে যোগ দেওয়ায় ম্যাচ ফিটনেসের ঘাটতি নিয়েই আসেন তিনি। পরে কুঁচকির চোটে ভুগে আরও পিছিয়ে পড়েন।
স্লট স্বীকার করেন, নতুন এই স্ট্রাইকারের জন্য এটি ছিল 'চ্যালেঞ্জিং ও কঠিন একটি সময়'। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে মাত্র তিন গোল করেছেন ইসাক।
তবে মৌসুমের পরের অংশে তিনি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন স্লট।

Comments