রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁ-তে যোগ দিলেন এন্দ্রিক

Endrick

রিয়াল মাদ্রিদে বর্তমানে অনিয়মিত হয়ে পড়া ব্রাজিলীয় তরুণ তারকা এন্দ্রিক ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-তে যোগ দিয়েছেন। মঙ্গলবার লিগ ওয়ান ক্লাবটি এই ঘোষণা দিয়েছে।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে লিওঁ লিখেছে, 'অলিম্পিক লিওঁ এন্দ্রিককে স্বাগত জানাতে পেরে আনন্দিত, যিনি ২৯ ডিসেম্বর থেকে পেশাদার স্কোয়াডে যোগ দেবেন।'

২০২৬ বিশ্বকাপ শুরু হতে মাত্র ছয় মাসের কিছু বেশি সময় বাকি। ১৯ বছর বয়সী এই ফুটবলার কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে নিজের জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে এন্দ্রিক তিনবার জালের দেখা পেয়েছেন। তবে সেলেসাওদের হয়ে তার শেষ গোলটি এসেছিল গত বছরের জুনে এবং ২০২৫ সালে তিনি এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন।

১৬ বছর বয়সে পালমেইরাস মূল দলে এন্দ্রিকের অভিষেক ঘটে। ২০২২ ও ২০২৩ সালে সাও পাওলোর ক্লাবটির টানা লিগ শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৪ সালের জুলাই মাসে ১৮ বছর পূর্ণ হওয়ার পর, প্রায় ৪৭.৫ মিলিয়ন ইউরো (৫৫.৯ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফি-তে ব্যাপক শোরগোলের মধ্য দিয়ে তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন।

রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে এন্দ্রিক সাতটি গোল করেছেন। তবে এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়া নতুন কোচ জাবি আলোনসোর অধীনে চলতি মৌসুমে তার খেলার সুযোগ কমে গেছে।

বাম পায়ের এই আক্রমণভাগের খেলোয়াড় মৌসুমের শেষ পর্যন্ত পেইড লোনে (অর্থের বিনিময়ে ধার) ফরাসি ক্লাব লিওঁ-তে যোগ দিচ্ছেন। ক্লাব দুটির মধ্যে এ বাবদ সর্বোচ্চ এক মিলিয়ন ইউরো পর্যন্ত ফি নির্ধারিত হয়েছে।

Comments