নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তার তিন সন্তানের মৃত্যু

ছবি: ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব

ফুটবল মাঠের আনন্দ ছাপিয়ে বিষাদের কালো ছায়া নেমে এসেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়। ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাডুবির এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্লাবটির নারী 'বি' দলের কোচ ফার্নান্দো মার্তিন। প্রকৃতির নিষ্ঠুরতায় তার সঙ্গে না ফেরার দেশে চলে গেছেন তিন সন্তান।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়েছে। এক শোকবার্তায় ভ্যালেন্সিয়া বলেছে, 'ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় প্রাণ হারানো মার্তিন ও তার তিন সন্তানের জন্য আমরা গভীরভাবে শোকাহত।'

ইন্দোনেশিয়ান ও স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাবুয়ান বাজো দ্বীপের কাছে পাদার আইল্যান্ড প্রণালীতে গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। ১১ জন যাত্রী নিয়ে পর্যটকবাহী নৌকাটি চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

উদ্ধার অভিযানের কোঅর্ডিনেটর ফাথুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে রোববার সকাল পর্যন্ত তল্লাশি অভিযান চলমান ছিল। শেষ পর্যন্ত চার জনকে মৃত ঘোষণা করা হয়।

১১ জনের মধ্যে মার্তিনের স্ত্রী ও তাদের এক কন্যাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া, নৌকাটির চারজন সদস্য ও একজন ট্যুর গাইডকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবার নিয়ে মার্তিন সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন বলে জানা গেছে।

৪৪ বছর বয়সী মার্তিন ছিলেন স্প্যানিশ ফুটবলের পরিচিত মুখ। দেশটির দ্বিতীয় স্তরের লিগে খেলা সাবেক এই ফুটবলার চলতি বছরই ভ্যালেন্সিয়া নারী 'বি' দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদসহ শীর্ষস্থানীয় স্প্যানিশ ক্লাবগুলো।

Comments