ফ্লিকের অকপট স্বীকারোক্তি: ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল না’
শহর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে জয় পেলেও দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি সরাসরিই বললেন, মাঠের লড়াইয়ে তার শিষ্যরা এই জয় প্রাপ্য ছিল না। বরং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার অতিমানবীয় পারফরম্যান্স এবং বদলি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যে ৩ পয়েন্ট পেয়েছে কাতালানরা।
শনিবার রাতে এস্পানিওলের মাঠে ২-০ ব্যবধানের এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। তবে স্কোরলাইন যতটা স্বস্তিদায়ক দেখাচ্ছে, মাঠের চিত্র ছিল তার ঠিক উল্টো।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, 'আমি সত্যি কথাই বলব, আমরা আজ জয়ের যোগ্য ছিলাম না। তবে শেষ পর্যন্ত পরিবর্তনের পর আমরা মাঠে যে মান নিয়ে আসতে পেরেছি, সেটিই ব্যবধান গড়ে দিয়েছে।'
পুরো ম্যাচজুড়ে এস্পানিওলের আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে বার্সার রক্ষণভাগ। বিশেষ করে প্রথমার্ধে একাধিক নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক জোয়ান গার্সিয়া। নিজের সাবেক ক্লাবের সমর্থকদের বৈরি আচরণের মুখেও মাথা ঠান্ডা রেখে অসামান্য কিছু সেভ করেন তিনি।
গার্সিয়ার প্রশংসা করতে গিয়ে ফ্লিক বলেন, 'সবার আগে আমাকে জোয়ান গার্সিয়াকে ধন্যবাদ জানাতে হবে। কারণ সে অবিশ্বাস্য খেলেছে। সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন।'
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত কোনো দলই ডেডলক ভাঙতে পারেনি। অবশেষে ৮৬ মিনিটে বদলি হিসেবে নামা দানি ওলমো এবং ৯০ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। দুটি গোলেই অবদান রাখেন আরেক বদলি খেলোয়াড় ফেরমিন লোপেজ।
দলের মানসিকতা নিয়ে ফ্লিক যোগ করেন, 'প্রথম ৮০ মিনিট আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুশি নই। কিন্তু শেষ পর্যন্ত গোল পেয়েছি এবং ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। শিরোপা দৌড়ে লা লিগার জন্য এটি একটি বড় বার্তা।'
এই জয়ের পর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। অন্যদিকে, এস্পানিওলের টানা পাঁচ জয়ের জয়রথ থেমে গেল এই হারে।
দিনের অন্য ম্যাচে এলচেকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ভিলারিয়াল। আজ রাতে রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


Comments