এশিয়া কাপ হকি

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের

ছবি: এশিয়ান হকি ফেডারেশন এক্স

দারুণ কিছুর ইঙ্গিত দিলেও সেই ধারা বজায় রাখতে পারল না বাংলাদেশ দল। বরং তাদেরকে চেপে ধরে গোলের উৎসব করল শক্তিশালী মালয়েশিয়া। ফলে বড় হারে এশিয়া কাপ হকিতে যাত্রা শুরু করল মশিউর রহমান বিপ্লবের শিষ্যরা।

শুক্রবার ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পুল 'বি'তে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

শেষ মুহূর্তে এশিয়া কাপে সুযোগ মেলায় প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় মেলেনি বিপ্লবের দলের। সেই ঘাটতির স্পষ্ট ছাপ ছিল মাঠের খেলায়। প্রতিপক্ষের চেয়ে ফিটনেসের দিক থেকে বেশ পিছিয়ে ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।

ছবি: হকি ইন্ডিয়া ফেসবুক

গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে লিড নেয় বাংলাদেশ। ১৬তম মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে করেন লক্ষ্যভেদ। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। নয় মিনিটই পরই সমতা টানে মালয়েশিয়া। ওপেন প্লে থেকে জাল কাঁপান আশরান হামসানি।

দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত স্কোরলাইন ১-১ থাকলেও পরের দুই কোয়ার্টারে বাংলাদেশকে এলোমেলো করে দেয় মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে একবার ও শেষ কোয়ার্টারে দুবার গোলের উল্লাস করে তারা।

৩৬তম মিনিটে আখিমুল্লাহ আনোয়ারের ফিল্ড গোলে এগিয়ে যায় এশিয়া কাপ হকির দুইবারের রানার্সআপরা। তারপর ৪৮তম মিনিটে মুহাজির আবু রউফ ওপেন প্লে থেকে ব্যবধান বাড়ানোর পর ৫৪তম মিনিটে দলটির বড় জয় নিশ্চিত করেন সৈয়দ ছোলান।

মালয়েশিয়ার সঙ্গে শেষবার বাংলাদেশের সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালের এশিয়া কাপে। তখন ৮-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। সেবারও তাদের একমাত্র গোলদাতা ছিলেন আশরাফুল।

নিরাপত্তাজনিত কারণে ভারতে সফর করতে পাকিস্তান অস্বীকৃতি জানানোয় এবারের এশিয়া কাপ হকিতে সুযোগ মিলেছে বাংলাদেশের। 'পুল বি'তে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার একই ভেন্যুতে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia contribution to Bangladesh democracy

A leader who strengthened our struggle for democracy

Khaleda Zia leaves behind an enduring legacy of service.

13h ago