‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট’ শুরু রোববার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস 'নগদ' এর পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে 'নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২'। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস 'নগদ' এর পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে 'নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২'। 

রোববার রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

'নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২' এর উদ্বোধন করবেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মো. আসলাম, নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।

শনিবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং 'নগদ' এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু সংবাদ সম্মেলনে বলেন, 'সকল খেলোয়াড়ের প্রতি আমার আহ্বান আমরা সবাই সময় এবং শৃঙ্খলার প্রতি মনযোগী থাকবো। নগদকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনে পাশে থাকার জন্য।'

ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নগদকে ধন্যবাদ জানান। এছাড়া টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ জানান খেলা আয়োজনে সহযোগিতা করার জন্য। তিনি আশা প্রকাশ করেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি শেষ হবে।

'নগদ' এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল বলেন, 'নগদ সব সময় সাংবাদিকদের পাশে থাকতে চায়। সাংবাদিকদের আমরা দেশের মানুষের প্রতিনিধি মনে করি। সেজন্যই ডিআরইউ'র আয়োজনের সঙ্গে আমরা আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।' 

এবারের আসরে ৫১টি মিডিয়া হাউস নকআউট পদ্ধতিতে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিআরইউ'র দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এছাড়া উপস্থিত ছিলেন নগদ এর সিনিয়র ম্যানেজার লিংকন মোহাম্মদ লুৎফুজ্জামান সরকার এবং ম্যানেজার দেবব্রত মুখার্জী।

রোববার উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৮টায় রাইজিংবিডি বনাম অবজারভার (সি গ্রুপ), সকাল ৯টায় মানবজমিন বনাম মানবকন্ঠ (ডি  গ্রুপ), সকাল সাড়ে ৯ টায় ডেইলি স্টার বনাম সময়ের আলো (এফ  গ্রুপ), সকাল ১০ টায় জনকণ্ঠ বনাম বাংলানিউজ২৪ (জি  গ্রুপ),  সকাল সাড়ে ১০টায় নিউ এইজ বনাম বিটিভি (ই  গ্রুপ), বেলা ১১টায় নগদ বনাম ডিআরইউ, বেলা সাড়ে ১১ টায় এনটিভি বনাম সমকাল (এইচ  গ্রুপ), দুপুর ১২টায় যুগান্তর বনাম নিউজ ২৪ (সি  গ্রুপ), দুপুর সাড়ে ১২টায় এটিএন বাংলা বনাম সারাবাংলা.নেট (জি  গ্রুপ),  দুপুর ১টায় বিডিনিউজ বনাম আমাদের সময় (এ  গ্রুপ) , দুপুর দেড়টায় বাংলাভিশন বনাম ভোরের আকাশ (বি  গ্রুপ) এর খেলা অনুষ্ঠিত হবে। 

Comments

The Daily Star  | English
gold price rises in Bangladesh

Gold shines through 2025 amid price volatility

If there were a “metal of the year” award, gold would be a strong contender, maintaining an exceptional run even on the final trading day of 2025..Businesspeople said the retail gold market in Bangladesh has remained unstable over the past few months, driven by fluctuating global prices, s

Now