বিএসপিএর নতুন সভাপতি রাজিব, সাধারণ সম্পাদক পদে সামন পুনর্নির্বাচিত

(বাঁ থেকে) মো. সামন হোসেন ও রেজওয়ান উজ জামান রাজীব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) নতুন সভাপতি হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল২৪) এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মো. সামন হোসেন (মানবজমিন)।

বুধবার সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২৩ ও নির্বাচন ২০২৪-২৫ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসপিএর আজীবন সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার বিমান ভট্টাচার্য্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দুজন সহ-সভাপতি পদে কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর) ও সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন। দুজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (বিবিসি বাংলা) ও রেদওয়ান সুলতান শুয়েব (চ্যানেল২৪)।

অর্থ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সামীউর রহমান (দৈনিক দেশ রূপান্তর)। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমাদের সময়)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোরায়রা তামিম (একুশে টিভি)।

নির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন— খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), তালহা বিন নজরুল (ফ্রিল্যান্সার), মো. আনোয়ার উল্লাহ (বাংলাদেশ পোস্ট), পরাগ আরমান (এটিএন বাংলা), মো. সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), রাশিদা আফজালুন নেসা (বাসস), আবু নোমান মো. উল্লাহ (অল আউট স্পোর্টস), রায়হান উদ্দিন রাসেল (দৈনিক কালবেলা) ও সজল কুমার মিত্র রিচার্ড (সময় টিভি)। 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago