রেকর্ড গড়ে বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন-উডেন

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন দারুণ পারফরম্যান্স দেখিয়ে হলেন বিশ্বের নতুন দ্রুততম মানবী। তিনি নারীদের ১০০ মিটার স্প্রিন্টে জিতলেন সোনার পদক।

রোববার টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নতুন কীর্তি গড়েছেন জেফারসন-উডেন। ২৪ বছর বয়সী এই আমেরিকান দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটি নতুন রেকর্ড। শুধু তাই নয়, এই ইভেন্টের ইতিহাসে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম সময়ে দৌড় শেষ করার ঘটনা।

জ্যামাইকার টিনা ক্লেটন জিতেছেন রুপা। তার সময় লেগেছে ১০.৭৬ সেকেন্ড। গত বছর অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড পেয়েছেন ব্রোঞ্জ। তিনি সময় নিয়েছেন ১০.৯৪ সেকেন্ড।

অলিম্পিকের ফাইনালে আলফ্রেডের চেয়ে অনেকটা পিছিয়ে থেকে তৃতীয় হয়েছিলেন জেফারসন-উডেন। কিন্তু এবার দেখা গেছে উল্টো দৃশ্যপট। পাশাপাশি লেনে দৌড়ানো দুজনের মধ্যে জেফারসন-উডেন দুর্দান্ত শুরু করেন। বিপরীতে, আলফ্রেড ছিলেন তুলনামূলক ধীরগতির।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ৩৮ বছর বয়সী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস বিদায়বেলায় কোনো চমক দেখাতে পারেননি। তিনি ষষ্ঠ হয়েছেন ১১.০৩ সেকেন্ড সময় নিয়ে।

জ্যামাইকার কিংবদন্তি এই দৌড়বিদ শেষবারের মতো নেমেছিলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। তার চুল ছিল দেশের পতাকার রঙে রাঙানো। তবে তরুণ প্রতিদ্বন্দ্বীদের গতির সঙ্গে আর পেরে ওঠেননি।

আগের চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন কখনোই সেভাবে লড়াইয়ে থাকতে পারেননি। তিনি পঞ্চম স্থানে থেমেছেন ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago