ফলে গেল বোল্টের ভবিষ্যদ্বাণী, বিশ্বের নতুন দ্রুততম মানব সেভিল

বিশ্বের নতুন দ্রুততম মানব হলেন অবলিক সেভিল। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত ১০ বছরের মধ্যে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়া জ্যামাইকার প্রথম দৌড়বিদ তিনি। স্বদেশি কিশানে থম্পসন ও যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে হারিয়ে স্বর্ণ পদক নিশ্চিত করলেন তিনি।
রোববার টোকিওতে সেভিল ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। এই ইভেন্টে এটি তার ক্যারিয়ারের ব্যক্তিগত সেরা টাইমিং। রুপা জেতা থম্পসনের সময় লেগেছে ৯.৮২ সেকেন্ড। গত বছর প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া লাইলস ব্রোঞ্জ জিতেছেন ৯.৮৯ সেকেন্ডে সময় নিয়ে।
১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন সেভিল ও থম্পসনের পক্ষে। তিনি দুই স্বদেশিকে লাইলসের চেয়ে এগিয়ে রেখেছিলেন লড়াইয়ে। ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় সেভিল ও থম্পসন দৌড় শেষ করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা বোল্ট।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অবস্থিত জ্যামাইকার হয়ে শেষবার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন বোল্ট। তিনি ২০১৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত আসরে ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে 'ডাবল' অর্জন করেছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেভিল বলেছেন, 'এটি অসাধারণ একটি অনুভূতি। শেষবার জ্যামাইকার কেউ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫ সালে, তিনি ছিলেন বোল্ট। জ্যামাইকায় স্বর্ণ পদক ফেরাতে পেরে আমি দারুণ খুশি ও রোমাঞ্চিত। প্রমাণ করেছি যে, আমি একজন সত্যিকারের প্রতিযোগী ও চ্যাম্পিয়নের মতো মানসিক দৃঢ়তা রাখি।'
তিনি যোগ করেছেন, 'শেষ ৩০-৪০ মিটারে ভালমতো দৌড় শেষ করা নিয়ে এবারের পুরো মৌসুমে আমি সমস্যায় পড়েছি। কিন্তু তা আগে শনাক্ত করতে পারিনি। এখন সেই সমস্যা শুধরে নিখুঁত করতে পেরেছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম, যদি ফাইনালের শেষভাগে এটা করতে পারি, তাহলে জিতব।'
সেভিলের সোনা জয়ের পর স্টেডিয়ামের স্পিকারে বাজতে শুরু করে প্রয়াত কিংবদন্তি বব মার্লের বিখ্যাত গান 'বাফেলো সোলজার'। গ্যালারিতে থাকা বিশাল সংখ্যক জ্যামাইকান দর্শক তখন মেতে ওঠেন উচ্ছ্বাসে। তাদের প্রতি সাড়া দিয়ে ২৪ বছর বয়সী সেভিল নিজের স্প্রিন্টের পোশাকের উপরের অংশ টেনে ছিঁড়েই ফেলেন।
Comments