ফাইনালে উঠে জুমার-ঊর্মি জুটির ইতিহাস
বাংলাদেশের ব্যাডমিন্টন শুক্রবার রাতে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। আল-আমিন জুমার ও ঊর্মি আক্তার ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এর মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জুটি কোনো ইভেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল।
সকালে কোয়ার্টার ফাইনালে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার পর রাতে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে আরও এক ধাপ এগিয়ে যায় এই দেশি জুটি। সেমিফাইনালে তারা থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেংকে সরাসরি সেটে ২১-১১ ও ২১-১৪ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
এই ফলের মাধ্যমে টুর্নামেন্টটির ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘরের মাঠে স্বর্ণ জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। এর আগে কোয়ার্টারে ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালার বিপক্ষে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ ব্যবধানের ঘাম ঝরানো জয়ে সেমি নিশ্চিত করেছিলেন জুমার ও ঊর্মি।
ফাইনাল নিশ্চিত করার পর ঊর্মি বলেন, 'আমি আগেই বলেছিলাম যে, আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি। আমরা ফাইনালে উঠেছি, এখন আমাদের লক্ষ্য স্বর্ণ জয়।'
জুমার তাদের দীর্ঘ দিনের জুটি ও কঠোর পরিশ্রমকে এই সাফল্যের পেছনে কৃতিত্ব দেন, 'আমি ঊর্মির সঙ্গে গত সাত বছর ধরে মিশ্র দ্বৈত খেলছি। আমরা ভালো পারফর্ম করছি এবং এসএ গেমসের জন্য নেওয়া প্রশিক্ষণ আমাদের অনেক সাহায্য করেছে।'
শনিবারের ফাইনালে মালয়েশিয়ার ডাটু আনিফ ও ক্লারিসা সানের মুখোমুখি হবেন জুমার ও উর্মি। তাদের সামনে এখন স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়ার হাতছানি।


Comments