ই-স্পোর্টস বিশ্বকাপে ম্যাগনাস কার্লসেনের প্রথম শিরোপা জয়

Magnus Carlsen

ঐতিহ্যবাহী দাবার বিশ্ব মঞ্চে একচ্ছত্র আধিপত্যের পর এবার ই-স্পোর্টসের জগতেও নিজের নাম লেখালেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত ই-স্পোর্টস দাবা বিশ্বকাপের শিরোপা জিতে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার আলি রেজা ফিরোজাকে।

বিশ্বের এক নম্বর এই দাবাড়ু ২৫০,০০০ মার্কিন ডলারের শীর্ষ পুরস্কার জিতেছেন এবং তার দল 'টিম লিকুইড'ও এই জয়ের পর সামগ্রিক চ্যাম্পিয়নশিপে এগিয়ে গেছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল ১.৫ মিলিয়ন ডলার।

ট্রফি হাতে মঞ্চে উঠার আগে কার্লসেন বলেন, 'এটি একটি অসাধারণ শো ছিল, এমন কিছু আমি আগে কখনো দেখিনি।' এ সময় তার পেছনে আতশবাজির ঝলক দেখা যাচ্ছিল।

করোনা মহামারীর সময় দাবা খেলার ব্যাপক জনপ্রিয়তা ফিরে আসার পর শত বছরের পুরোনো এই বোর্ড গেমটিকে ই-স্পোর্টস টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করা হয়।

Comments