ফিদে দাবা বিশ্বকাপ

নীড়ের ড্র, ফাহাদের হার

ভারতের গোয়ার রিসোর্ট রিওতে শুরু হয়েছে ফিদে দাবা বিশ্বকাপের ১১তম আসর। উদ্বোধনী দিনে শক্ত প্রতিপক্ষের বিপরীতে নিজেদের অভিযান শুরু করেছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।

শনিবার প্রথম রাউন্ডে ফাহাদ (রেটিং ২৪১৬) মুখোমুখি হন ইউক্রেনের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার ভাসিলি ইভানচুকের (রেটিং ২৬১৬)। আর নীড় (রেটিং ২৩৬৯) খেলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান টারির (রেটিং ২৬৩১) বিপক্ষে।

সাদা ঘুঁটি নিয়ে খেলা নীড় ড্র করেন টারির সঙ্গে। ফিরতি ম্যাচে আগামীকাল আবার দুজনের মধ্যে খেলা হবে। যিনি জিতবেন, তিনি পেয়ে যাবেন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট। তবে যদি আবার ড্র হয়, তাহলে র‍্যাপিড খেলা হবে। তারপরও অমীমাংসিত থাকলে ব্লিটজ খেলার মাধ্যমে জয়ী বেছে নেওয়া হবে।

ফাহাদও সাদা ঘুঁটি নিয়ে খেললেও হেরে গেছেন ইভানচুকের কাছে। কাল ফিরতি ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। হেরে গেলে বা ড্র করলে নিশ্চিতভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নেবেন তিনি। আর যদি জেতেন তাহলে র‍্যাপিড বা ব্লিটজে গড়াবে খেলা।

ফাহাদ তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করছেন। তিনি এর আগে ২০১৯ ও ২০২৩ সালের আসরে খেলে সবগুলো ম্যাচে হেরেছিলেন। অন্যদিকে, নীড় প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে নেমেছেন।

ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন বাংলাদেশি দাবাড়ুই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছেন। তিনি হলেন গ্র‍্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব।

২০০৭ সালের আসরের প্রথম রাউন্ডে ইউক্রেনের গ্র‍্যান্ডমাস্টার পাভেল এলিয়ানোভকে (সেসময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৯তম স্থানে থাকা) হারিয়ে দিয়ে অনন্য কীর্তি গড়েছিলেন রাজিব।

Comments

The Daily Star  | English

Several dead in explosion at Swiss ski resort town

Explosion took place in a bar called Le Constellation, which is popular with tourists, as revellers rang in the new year

20m ago