২০তম বিশ্ব শিরোপা জিতলেন শীর্ষ দাবাড়ু কার্লসেন

বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন মঙ্গলবার দোহায় বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এর মাত্র কয়েক দিন আগে অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের ফরম্যাট 'র‍্যাপিড'-এও চ্যাম্পিয়ন হন তিনি। এর মধ্য দিয়ে নিজের ২০তম বিশ্ব শিরোপা নিশ্চিত করলেন এই তারকা।

ফাইনালে ২১ বছর বয়সী উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভকে হারিয়েছেন ৩৫ বছর বয়সী কার্লসেন। প্রথম গেমে হারলেও চতুর্থ ও শেষ গেমে কালো ঘুটি নিয়ে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

ব্লিৎজ দাবার নিয়ম অনুযায়ী, শুরুতে উভয় খেলোয়াড় তিন মিনিট করে সময় পান এবং প্রতিটি চালের সঙ্গে অতিরিক্ত দুই সেকেন্ড যোগ হয়।

বাছাইপর্বের ১৯টি গেমের মধ্যে তিনটিতে হেরে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়ে কোনোমতে সেমিফাইনালের টিকিট কাটেন কার্লসেন। শেষ চারে আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে তিনি ফাইনালে নামেন আবদুসাত্তোরভের বিপক্ষে, যিনি ২০২১ সালের র‍্যাপিড বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন।

গত রবিবার র‍্যাপিড বিশ্ব চ্যাম্পিয়ন হন কার্লসেন। এই ফরম্যাটে খেলোয়াড়রা ১৫ মিনিট সময় পান এবং প্রতিটি চালের জন্য ১০ সেকেন্ড বাড়তি যোগ হয়। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সরাসরি শিরোপা জেতেন তিনি, কারণ এই ফরম্যাটে কোনো আলাদা ফাইনাল ছিল না।

কাতারে কার্লসনের ষষ্ঠ বিশ্ব র‍্যাপিড শিরোপা

এই নরডিক গ্র্যান্ডমাস্টারের ঝুলিতে এখন নয়টি ব্লিৎজ, ছয়টি র‍্যাপিড এবং পাঁচটি সবচেয়ে মর্যাদাপূর্ণ দীর্ঘ ফরম্যাটের (ক্লাসিক্যাল) শিরোপা রয়েছে। দীর্ঘ ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাধারণত বর্তমান চ্যাম্পিয়ন ও চ্যালেঞ্জারের মধ্যে ১০টির বেশি গেম অনুষ্ঠিত হয়।

অনুপ্রেরণার অভাবের কারণ দেখিয়ে ২০২৩ সালে দীর্ঘ ফরম্যাটের মুকুট ছেড়ে দিয়েছিলেন কার্লসেন। বর্তমানে ওই শিরোপাটি ভারতের ডোম্মারাজু গুকেশের দখলে।

গত অক্টোবরে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) প্রস্তাবিত নতুন একটি ফরম্যাটকে সমর্থন দিয়েছেন কার্লসেন, যা তার ফেরার পথ তৈরি করছে।

নতুন এই 'টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর' বছরে চারটি ইভেন্ট নিয়ে সাজানো হবে। যেখানে ফাস্ট ক্লাসিক, র‍্যাপিড ও ব্লিৎজ—এই তিন ফরম্যাট মিলিয়ে একজন সম্মিলিত চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে।

আগামী বছরের শেষ দিকে এই প্রতিযোগিতার পরীক্ষামূলক আসর বসবে এবং ২০২৭ সাল থেকে শুরু হবে প্রথম পূর্ণাঙ্গ সিজন।

Comments

The Daily Star  | English

Several dead in explosion at Swiss ski resort town

Explosion took place in a bar called Le Constellation, which is popular with tourists, as revellers rang in the new year

20m ago