থাই কোচ পাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

সামনের কয়েক মাসে টানা তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ টেবিল টেনিস দল। এই প্রস্তুতির অংশ হিসেবে আজ নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ২৫ বছর বয়সী থাই কোচ পাত্তারাতর্ন পাসারা। আপাতত দুই মাসের চুক্তিতে আনা হচ্ছে তাকে, তবে পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ভাবছে বোর্ড।

আগামী অক্টোবরে বাহরাইনে ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নেবে টেবিল টেনিস দল। আর নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের পর জানুয়ারিতে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস খেলবে তারা।

বিটিটিএফের সাধারণ সম্পাদক ও সাবেক খেলোয়াড় মাকসুদ আহমেদ সনেট জানিয়েছেন, 'চীনা কোচ আনার চেষ্টা করেও আমরা সফল হইনি। তাই থাইল্যান্ড থেকে কোচ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

পাসারা ২০২২ সালের এপ্রিলে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩১৪ নম্বরে ছিলেন। সে বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলগত ইভেন্টে সোনা জয়ী থাইল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি।

পাসারার পাশাপাশি একজন সহকারী কোচ বা বিদেশি 'প্র্যাকটিস পার্টনার' আনার পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। সনেট জানান, 'আমরা আমাদের খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক একাডেমিতে পাঠানোর সম্ভাবনাও যাচাই করছি।'

বর্তমানে জাতীয় ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বিভাগের আটজন ছেলে-মেয়ে অনুশীলন করছে। পাশাপাশি সিনিয়র ক্যাম্পে রয়েছে ৩২ সদস্যের প্রাথমিক দল—১৬ জন ছেলে ও ১৬ জন মেয়ে। আগামী ৮ আগস্ট একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই দল সংক্ষিপ্ত করে ২০ জনে নামিয়ে আনা হবে।

'সবচেয়ে প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় সরাসরি থাই কোচের অধীনে অনুশীলন শুরু করবে। বাকিরা আমাদের স্থানীয় কোচদের সঙ্গে প্রশিক্ষণ চালিয়ে যাবে,' বলেন মাকসুদ সনেট।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago