অনলাইন জুয়ায় নিষেধাজ্ঞা জারি ভারতের

অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি বিস্তৃত বিল পাস করেছে ভারতের সংসদ। সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এ খাতের কোম্পানিগুলো প্রতিবছর প্রায় ২.৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) তুলে নিয়েছে দেশের প্রায় ৪৫ কোটিরও বেশি মানুষের কাছ থেকে।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে কার্ড গেম, পোকার ও ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলো, যার মধ্যে সবচেয়ে বড় আঘাত হেনেছে ভারতের জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলোতে। এতে করে ভারতের জাতীয় ক্রিকেট দলের মূল স্পনসর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে ড্রিম-ইলেভেন তিন বছরের জন্য ভারতীয় দলের জার্সিতে লোগো বসিয়ে প্রধান স্পনসর হিসেবে যুক্ত হয়। তবে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়া শুক্রবার বলেন, 'যদি এটি অনুমোদিত না হয়, তাহলে আমরা কোনোভাবেই করব না। কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতি আমরা শতভাগ মেনে চলব।'

বৃহস্পতিবার সংসদের দুই কক্ষেই প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল পাস হয়েছে, যা অনলাইন জুয়া গেম অফার, প্রচার বা অর্থায়নকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করবে। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

ড্রিম-ইলেভেন শুক্রবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বিল পাস হওয়ার পর থেকে 'ক্যাশ গেম ও কনটেস্ট বন্ধ করে দেওয়া হয়েছে', তবে ভক্তদের 'পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকতে' বলা হয়েছে। যদিও আইন কার্যকর হওয়ার আগে এটি রাষ্ট্রপতির অনুমোদন পেতে হবে। ফলে শুক্রবারও অন্যান্য অনলাইন গেম চালু ছিল।

Comments

The Daily Star  | English

The job no one claps for

Women’s unpaid household and care work sustains the nation, yet remains invisible

25m ago