বাংলাদেশের গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে শক্তিশালী 'এ' গ্রুপে জায়গা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগামী ১৭ নভেম্বর ঢাকা থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারত ছাড়াও গ্রুপটিতে রয়েছে থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানি।
১১ দলের এই আসরের গ্রুপ ও সূচি ঘোষণা করা হয়েছে সোমবার। বাকি ছয় দল -ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জানজিবারকে নিয়ে গঠিত হয়েছে গ্রুপ 'বি'।
রোববার রাষ্ট্রীয় অতিথিশালা 'যমুনা'তে এক অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফির উন্মোচন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে এবং আট দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। সব ম্যাচই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে।
উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে উগান্ডার, ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। এবারই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলা কাবাডি বিশ্বকাপ।


Comments