জাতীয় অ্যাথলেটদের দিয়ে নির্বাচনী প্রচারণা নয়: হুঁশিয়ারি এনএসসির
জাতীয় দল সম্পৃক্ত খেলোয়াড়দের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার দেশের সব ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংগঠনকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় দলের অ্যাথলেটরা দেশের সম্পদ ও জাতির ঐক্যের প্রতীক। তাদের ছবি, পরিচিতি বা সামগ্রিকভাবে খেলাধুলাকে কোনো ধরনের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় যুক্ত করা গ্রহণযোগ্য নয়। খেলাধুলার নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত, বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন।
এনএসসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী আসন্ন নির্বাচনের আগে জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। এমন পদক্ষেপ জাতীয় ক্রীড়া নীতির পরিপন্থী এবং সামগ্রিক ক্রীড়া পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তি জারির পেছনে সাম্প্রতিক একটি ভিডিওর ঘটনা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন জাতীয় ফুটবলারকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও তার বাবা আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ফেনীর নিজ এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাংলাদেশ-ভারত এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দেখার আহ্বান জানাতে। এ ধরনের অংশগ্রহণ নির্বাচনী পরিবেশে ভুল বার্তা দিতে পারে বলেই মত দিয়েছে এনএসসি।
খেলাধুলাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে এবং জাতীয় অ্যাথলেটদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতে সবাইকে কঠোরভাবে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।


Comments