জন সিনার বিদায়ী ম্যাচ: যেভাবে হয়ে ওঠেন ডব্লিউডব্লিউইয়ের প্রিয় তারকা

ছবি: এএফপি

ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা তার শেষ ইন-রিং ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ম্যাচটি 'স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট'-এ স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি তার আইকনিক ক্যারিয়ারের সমাপ্তি টানবে।

সিনার বিদায়ী ম্যাচের প্রতিদ্বন্দ্বী খুঁজে নেওয়ার জন্য আয়োজিত টুর্নামেন্টের নাম দেওয়া হয় 'দ্য লাস্ট টাইম ইজ নাও'। ১৬ জন শীর্ষস্থানীয় রেসলার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার পর বিজয়ী হন গান্থার। ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় তারা পরস্পরের মুখোমুখি হবেন।

৮৫৭০ দিনের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে সিনা রেকর্ড ১৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি 'ইউ ক্যান্ট সি মি' ক্যাচফ্রেজটিকে জনপ্রিয় করেছেন। তবে রিংয়ের বাইরেও তার প্রভাব অনেক বেশি।

৪৮ বছর বয়সী সিনা ২০০২ সালে ডব্লিউডব্লিউইতে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথমে 'রুথলেস অ্যাগ্রেসন' যুগের একজন রুকি ছিলেন। এরপর তিনি 'ডক্টর অব থাগানোমিক্স' গিমিক নিয়ে পরিচিত পান। সবশেষে 'নেভার গিভ আপ' নীতিকে তুলে ধরা একটি হিরো চরিত্রে পরিণত হন।

রেসলিংয়ের কৌশল নিয়ে সমালোচনা থাকলেও অনেকে সিনাকে ব্যতিক্রমী প্রতিভা হিসেবে দেখেন। বিশেষজ্ঞ ও ভক্তরা মনে করেন, তার ক্যারিশমা ও কাজের প্রতি নিষ্ঠা বিশ্বজুড়ে ডব্লিউডব্লিউইয়ের জনপ্রিয়তা বাড়িয়েছে। বিশেষ করে ২০০৫-২০১৫ সালের মধ্যে 'পিজি বা প্যারেন্টাল গাইডলাইন্স' যুগে এটা ঘটেছিল।

রিং-এর বাইরে সিনা অভিনেতা, লেখক ও সমাজসেবী হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন। গুরুতর অসুস্থ শিশুদের জন্য তিনি ৬৫০টিরও বেশি 'মেক-এ-উইশ' অনুরোধ পূরণ করেছেন। এই কাজের জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন। তার এই নিবেদন প্রশংসা কুড়িয়েছে।

সিনা গত বছর ঘোষণা করেন, ২০২৫ সাল হবে সক্রিয় প্রতিযোগিতায় তার শেষ বছর। কুস্তির কারণে তার শরীরে খুব ধকল পড়েছে। তাকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

বিদায়ী ট্যুরে কিংবদন্তি প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি নতুন তারকাদের বিপক্ষে খেলেছেন সিনা। 'বুকিং'-এর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থাকলেও তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন।

টেলিভিশনে দেখানো না হলেও সিনার বিদায়ী ম্যাচটি নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার (স্ট্রিম) করা হবে। এর ফলে সারা বিশ্বের ভক্তরা তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের সমাপ্তি উপভোগ করতে পারবেন।

অবসরের পরেও সিনা ডব্লিউডব্লিউইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। তিনি কোম্পানির অ্যাম্বাসেডর হিসেবে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। এই ম্যাচটি পেশাদার রেসলিংয়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে তার লেগ্যাসিকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

*ডব্লিউডব্লিউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) একটি আমেরিকান পেশাদার রেসলিং সংস্থা। পেশাদার রেসলিং পুরোপুরি খেলার মধ্যে পড়ে না, বরং এটিকে 'স্পোর্টস এন্টারটেইনমেন্ট' হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।

Comments