ম্যাক্স-বিএসপিএ পুরস্কারজয়ীদের তালিকায় দ্য ডেইলি স্টারের সাংবাদিকরা
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত 'ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৪'-এ বিজয়ীদের মধ্যে আছেন দ্য ডেইলি স্টারের সাব-এডিটর আশফাক-উল-আলম, সিনিয়র ফটোগ্রাফার ফিরোজ আহমেদ ও সাব-এডিটর মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল।
শনিবার রাজধানীর একটি হোটেলে বিএসপিএ আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান।
ফিচার/ডকুমেন্টরি বিভাগে (প্রিন্ট ও অনলাইন) সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দ্য ডেইলি স্টারের আশফাক। রানার-আপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু। স্পোর্টস ফটোগ্রাফি বিভাগে রানার-আপ হয়েছেন দ্য ডেইলি স্টারের ফিরোজ ও একই প্রতিষ্ঠানের মুকুল। সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দেশ রূপান্তরের মোশারফ হোসেন ভুবন।
জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের রিফাত আল মাসুদ। স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক পেয়েছেন তিনি। এই বিভাগে রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের আরাফাত জোবায়ের ও এটিএন নিউজের মিলন।
এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা দশমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি দেওয়া হয়।
এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির এসএম ইকবাল। এই বিভাগে রানার-আপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও প্রথম আলোর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের জোবায়ের। এই বিভাগে রানার-আপ হয়েছেন এটিএন নিউজের মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক।
সাক্ষাৎকার বিভাগে (প্রিন্ট ও অনলাইন) আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন সমকালের সঞ্জয় সাহা পিয়াল। রানার-আপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টের জোবায়ের। সাক্ষাৎকার বিভাগে (ইলেকট্রনিক মিডিয়া) আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন টি- স্পোর্টসের রিফাত। রানার-আপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম।
ফিচার/ডকুমেন্টরি বিভাগে (ইলেকট্রনিক মিডিয়া) রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের রিফাত। রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪-এর এসকে শাওন। এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুজন ক্রীড়ালেখক মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়েছে।
বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হওয়া রিফাত বলেন, 'বিএসপিএকে ধন্যবাদ। এ ধরনের স্বীকৃতি পেতে সব সময় ভালো লাগে। স্বীকৃতি সব সময় ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। যারা এই পথচলায় সহযোগিতা করেছেন, নানা উপদেশ-পরামর্শ-নির্দেশনা দিয়েছেন ও আমার পরিবার— সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।'


Comments