২০৭ র‍্যাঙ্কের ব্যবধান উড়িয়ে চমক বাংলাদেশের গৌরবের

ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এ স্বাগতিক শাটলারদের হতাশার দিনে আশার আলো হয়ে উঠলেন গৌরব সিংহ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তার থেকে ২০৭ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ান পুশকাল ইরুসুমাল্লাকে অনায়াসে হারিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছেন তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন এই ব্যাডমিন্টন খেলোয়াড়।

বুধবার ঢাকার পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৬৭৬ নম্বরে থাকা গৌরব ২১-১২ ও ২১-১১ ব্যবধানে পরাজিত করেন ৪৬৯ র‍্যাঙ্কধারী ইরুসুমাল্লাকে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন গৌরব।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করে গৌরব বলেন, 'আন্তর্জাতিক মঞ্চে জয় পাওয়া সবসময়ই আনন্দের। এই আত্মবিশ্বাস সামনে এগিয়ে নিতে চাই, কারণ পুরুষদের ডাবলসেও আমার লড়াই বাকি আছে।'

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিনবার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা রয়েছে গৌরব সিংহের। আন্তর্জাতিক আসরে তার এই পারফরম্যান্স নিঃসন্দেহে দেশের ব্যাডমিন্টনের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে।

তবে গৌরবের এই সাফল্য ছাড়া দিনটি বাংলাদেশের জন্য ছিল বেশ হতাশার। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আবদুস সওদ (৩৫৩), শুই চিং মং মারমা (৫৩৪) ও সিফাত উল্লাহ (৬৩৩) তিনজনই নিজেদের প্রথম ম্যাচেই বিদায় নেন।

Comments