২০২৬: ক্রীড়া বিশ্বের মহাযজ্ঞ ও ঠাসা সূচির রোমাঞ্চকর এক বছর

২০২৬ সালটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য হতে যাচ্ছে এক মহাযজ্ঞের বছর। এই বছরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে ৪৮টি দল রেকর্ড ১০৪টি ম্যাচে অংশ নেবে।

শুধু ফুটবল নয়, শীতকালীন ক্রীড়াযজ্ঞের আমেজও থাকছে এ বছরে। ইতালির মিলানো ও কর্তিনায় বসবে শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস। এই আসরে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কিংবদন্তি লিন্ডসে ভনের নাটকীয় প্রত্যাবর্তন। পাশাপাশি ক্রিকেট বিশ্ব মেতে উঠবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। শীতের অ্যারেনা থেকে গ্রীষ্মের স্টেডিয়াম, বছরজুড়েই থাকছে ঠাসা ক্রীড়াসূচি, যা ২০২৬ সালকে বিশ্ব ক্রীড়ার ইতিহাসের অন্যতম ব্যস্ত ও আকর্ষণীয় বছর হিসেবে চিহ্নিত করবে।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালের ক্রীড়া ক্যালেন্ডারে কী কী থাকছে:

জানুয়ারি ও ফেব্রুয়ারি: বছরের শুরুতেই উৎসব বছরের শুরুটা হচ্ছে আফ্রিকান নেশনস কাপের (আফকন) উত্তাপ দিয়ে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই ১৩ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সাফ পুরুষ ও নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। কিশোর ক্রিকেটারদের লড়াই, অর্থাৎ আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ চলবে ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টেনিস কোর্টে ঝড় তুলতে ১৮ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

ফেব্রুয়ারি মাসে সবার চোখ থাকবে মিলানো-কর্তিনায়, যেখানে ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিক। ক্রিকেটের ধুমধাড়াক্কা শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, চলবে ৮ মার্চ পর্যন্ত, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে।

মার্চ ও এপ্রিল: ফুটবলের বাছাইপর্ব ও ক্রিকেটের ব্যস্ততা মার্চে এএফসি নারী এশিয়ান কাপ (১-২১ মার্চ) এবং বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৬ ও ৩১ মার্চ নির্ধারিত হবে বিশ্বকাপের চূড়ান্ত ৬টি স্পট। ২৭ মার্চ অনুষ্ঠিত হবে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ 'ফিনালিসিমা'।

বাংলাদেশের জন্য মার্চ ও এপ্রিল বেশ ব্যস্ত সময়। মার্চ-এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। ৩১ মার্চ এএফসি কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এছাড়া নারী ক্রিকেট দল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। এপ্রিলে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পুরুষ দলের হোম সিরিজও রয়েছে।

মে ও জুন: ইউরোপসেরার মুকুট ও বিশ্বকাপ ফুটবল মে মাসে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। ১৬ মে এফএ কাপ ফাইনাল, ২০ মে ইউরোপা লিগ, ২৭ মে কনফারেন্স লিগ এবং ৩০ মে অনুষ্ঠিত হবে বহু আকাঙ্ক্ষিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। টেনিসে ফ্রেঞ্চ ওপেন (রোলাঁ গারো) শুরু হবে ১৮ মে। এই সময়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে।

জুন মাসটি বছরের সবচেয়ে বড় ইভেন্টের সাক্ষী হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় চলবে 'গ্রেটেস্ট শো অন আর্থ' -ফিফা বিশ্বকাপ ২০২৬। পাশাপাশি ইংল্যান্ডে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেনিসের ঐতিহ্যবাহী উইম্বলডন শুরু হবে ২৯ জুন।

জুলাই ও আগস্ট: কমনওয়েলথ গেমস ও বিদেশ সফর ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। এর পরপরই ২৩ জুলাই থেকে গ্লাসগোতে শুরু হবে কমনওয়েলথ গেমস।

জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে সফরে যাবে। আগস্টে আয়ারল্যান্ড সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়া সফরে ২ টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। টেনিস কোর্টে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু হবে ৩১ আগস্ট।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর: এশিয়ান গেমস ও ক্রিকেটের মহরণ সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় বসবে এশিয়ান গেমস। এছাড়া সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাবনাও রয়েছে।

বছরের শেষ ভাগে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ এবং নারী দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে। ৩১ অক্টোবর থেকে ডাকারে শুরু হবে যুব অলিম্পিক গেমস। নভেম্বরে বাংলাদেশ পুরুষ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে এবং ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কোপা লিবার্তাদোরেস ফাইনাল। সবশেষে ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর দিয়ে শেষ হবে ক্রীড়াময় এই ২০২৬ সাল।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

12h ago