যেখানে ফুটবলের আবেগ চিরন্তন 

Local Football
ছবি: ফিরোজ আহমেদ

সিলেটের সালিকর ইউনিয়নে প্রতিটি ধুলোমাখা ফুটবল মাঠে তারুণ্যের উল্লাস ধ্বনিত হয়, যা প্রতিবেশী গ্রাম চালিয়া (রেড) এবং লেঙ্গুরা (হোয়াইট)-এর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার সময় স্পষ্টভাবে ফুটে ওঠে। খালি পায়ে এবং অপ্রতিরোধ্য এই তরুণ খেলোয়াড়রা তাদের নিজস্ব উঠোনে খেলার চেতনাকে জীবন্ত করে রেখেছে, বাংলাদেশের ফুটবলের আবেগ চিরন্তনভাবে উজ্জ্বল রেখেছে।

ছবি: ফিরোজ আহমেদ

ছবি: ফিরোজ আহমেদ
ছবি: ফিরোজ আহমেদ
ছবি: ফিরোজ আহমেদ
ছবি: ফিরোজ আহমেদ
ছবি: ফিরোজ আহমেদ

 

Comments