ভারতকে হারানোর তৃপ্তি নিয়ে দেশে ফিরল টাইগাররা

এশিয়া কাপে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারলেও শেষটা ভালো করেছে বাংলাদেশ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা। আজ দুপুর সাড়ে ১১টার দিকে হজরত শাহ জালাল বিমান বন্দরে পা রাখে বাংলাদেশ দল।

ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওয়ানা দেয় বাংলাদেশ দল। আসরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে সুপার ফোর নিশ্চিত করেছিল তারা। তবে সুপার ফোরে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় তারা। তবে শেষ ম্যাচে ভারতকে হারানোর তৃপ্তি নিয়ে দেশে ফিরেছে।

ভারতকে হারাতে পারায় বিশ্বকাপের আগে দল আত্মবিশ্বাসী থাকবে বলে বিশ্বাস করেন টাইগাররা। বিমানবন্দরে নেমে দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, 'ভারত যেহেতু টুর্নামেন্টে সবচেয়ে ভালো দল,  তাদের হারাতে পারায় আত্মবিশ্বাস পেয়েছি৷ এটা সামনে কাজে লাগবে। বিশ্বকাপে কাজে লাগবে।'

তবে দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই ক্রিকেটারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ সেপ্টম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। এরপর ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে উড়াল দেবেন সাকিবরা।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago