পাকিস্তানের কাছে পাত্তা পেল না ওমান

শেষ ১০ ওভারে প্রত্যাশিত ঝড় না উঠলেও চ্যালেঞ্জিং পুঁজি পেল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় সেটার ধারেকাছেও যেতে পারল না নবাগত ওমান। মোহাম্মদ হারিসের আক্রমণাত্মক ফিফটির পর বোলারদের সম্মিলিত অবদানে সহজ জয় পেল সালমান আগার দল। ২০২৫ সালের এশিয়া কাপে শুভ সূচনা করল তারা।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আসরের 'এ' গ্রুপের ম্যাচে ওমানকে পাত্তা দেয়নি পাকিস্তান। একপেশে লড়াইয়ে তারা জিতেছে ৯৩ রানের বড় ব্যবধানে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান। জবাবে ২০ বল বাকি থাকতে ওমান গুটিয়ে যায় স্রেফ ৬৭ রানে।
ইনিংসের প্রথম ১০ ওভারে পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ৮৫। এই শক্ত অবস্থানের পেছনে মূল কৃতিত্ব ম্যাচসেরার পুরস্কার পাওয়া হারিসের। তিনে নেমে ৩২ বলে ফিফটি ছুঁয়ে তিনি করেন ৬৬ রান। ৪৩ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে সাতটি চার ও তিনটি ছক্কা। ত্রয়োদশ ওভারে দলীয় ১০২ রানে তিনি আউট হওয়ার পর পাকিস্তান পারেনি রানের চাকায় দম দিতে।
দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া সাইম আইয়ুব। আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকে নিয়ে ধাক্কা সামলে চড়াও হন হারিস। দ্বিতীয় উইকেটে তৈরি হয় ৬৪ বলে ৮৫ রানের জুটি। সাহিবজাদা ২৯ বলে ২৯ রানে আউট হলে ছন্দ হারিয়ে ফেলা পাকিস্তান আর তা খুঁজে পায়নি।
একাদশ ওভারে ফিরতি ক্যাচ নিয়ে সাহিবজাদাকে ফেরানো আমির কলিম নিজের পরের ওভারে ধরেন জোড়া শিকার। টানা দুই বলে বিদায় করেন হারিস ও সালমানকে। পাকিস্তানের অধিনায়ককেও পড়তে হয় গোল্ডেন ডাকের কবলে।
ধুঁকতে থাকা হাসান নওয়াজ ৯ রান করতে খেলে ফেলেন ১৫ বল। তবে চারে নামা ফখর জামান (১৬ বলে অপরাজিত ২৩ রান) ও সাতে নামা মোহাম্মদ নওয়াজের (১০ বলে ১৯ রান) কল্যাণে দেড়শ পেরিয়ে যায় পাকিস্তান। ওমানের পক্ষে তিনটি করে উইকেট নেন কলিম ও শাহ ফয়সাল।
রান তাড়ায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। দ্বিতীয় উইকেটে কলিম ও হাম্মাদ মির্জার ১২ বলে ২২ রানের জুটিই দলটির হয়ে সবচেয়ে বড়। তাদের মাত্র তিন ব্যাটার পৌঁছাতে পারেন দুই অঙ্কের ঘরে। ২৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ২৭ রান আসে হাম্মাদের ব্যাট থেকে।
পাকিস্তানের ব্যবহার করা ছয় বোলারের সবাই উইকেটের দেখা পান। সাইম, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ দুটি করে শিকার ধরেন। একটি করে উইকেট দখল করেন শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। পরদিন স্বাগতিক দল আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ওমান।
Comments