দুবাই থেকে

মহানাটকের পর চ্যাম্পিয়ন ট্রফি না দিয়েই অনুষ্ঠান শেষ, ট্রফি ছাড়াই ভারতের উদযাপন

ছবি: এএফপি

সর্বশেষ আপডেট

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ ছেড়ে চলে গেছেন অতিথিরা। ট্রফি ছাড়াই উদযাপন করেছেন সূর্যকুমার যাদবরা।

ভারত মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান।

পরে দুই দলের খেলোয়াড়দের পুরস্কার বুঝিয়ে দেন অন্য অতিথিরা। কিন্তু ট্রফি বিতরণের পালা এলে মঞ্চ ছেড়ে অতিথিদের নিয়ে ট্রফিসহ ভেতরে চলে যান নাকভি।

এশিয়া কাপের কাপের ট্রফি বিতরণ নিয়ে অচলাবস্থা

দুবাইতে রোববার এশিয়া কাপের ফাইনাল শেষে প্রায় এক ঘন্টা পেরিয়ে গেলেও ট্রফি বিতরণ নিয়ে চলছে নাটক।

প্রথমে ভারত দল মাঠে থাকলেও পাকিস্তান দল ছিল ভেতরে। তারা পরে মাঠে প্রবেশ করলে অতিথিরা মঞ্চে ওঠেন। কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি।

ভারতীয় দলীয় সূত্রে জানা গেছে, এসিসির সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে চায় না তারা।

Comments