আগ্রাসী ফিফটির পর ফিরলেন বিজয়, মাহমুদউল্লাহর মন্থর ব্যাটিং

zimbabwe celebrations

ব্যাট করতে নেমে তামিম ইকবালকেও ম্লান করে দাপট দেখাচ্ছিলেন এনামুল হক বিজয়। দ্রুত তিন উইকেট হারানোর পরও কুঁকড়ে না গিয়ে তিনি ছিলেন আগ্রাসী। তবে সেঞ্চুরি পাওয়া হলো না তার। অন্য দিকে দলের চাপে নেমে মন্থর অ্যাপ্রোচে আরও চাপ বাড়াচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।

হারারেতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৫ ওভার পর্যন্ত তুলে ১২৫ রান। এরমধ্যে ৭৬ রানই আসে বিজয়ের ব্যাটে। ৭১ বলে এই রান করতে ৬ চার আর বিশাল ৪ ছক্কা মারেন এই ডানহাতি।

বাংলাদেশের ৪ উইকেট পড়ে ১২৪ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৭। ৫০  বল খেলে ২৫ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গী আফিফ হোসেন।

৪৭ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসা মাহমুদউল্লাহ থিতু হতে আগের দিনের মতই নেন অনেক বেশি সময়। এক পাশে বিজয় ছিলেন সড়গড়। তার সাবলীল ব্যাটেই চালু থাকে রানের চাকা। একের পর এক ডটবলে চাপ বাড়ান মাহমুদউল্লাহ। শেষ দিকে এই ঘাটতি পুষিয়ে দেওয়ার চ্যালেঞ্জ থাকবে তার উপর।

এর আগে টস হেরে খেলতে নেমে তামিম ছিলেন জড়সড়ো। ধুঁকতে ধুঁকতে থিতু হওয়ার পথে থাকা বাংলাদেশ অধিনায়ক রান আউটে কাটা পড়েন বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। ক্রিজে এসে প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমও কোন রান না করেই ব্রেড ইভান্সের বলে আউট হন ক্যাচ দিয়ে।

Comments

The Daily Star  | English
Bangladesh Liberation War 1971 importance

‘Without the Liberation War, Bangladesh would not exist’

Left-leaning alliance leaders meet Tarique Rahman; discuss law-and-order conditions and election

1h ago