বিসিবিতে আসা প্রসঙ্গে যা বললেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তাই তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসার গুঞ্জন আরও ডালপালা মেলেছে। তবে তিনি জানালেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলার মতো কিছু নেই।

২০২৩ সালের ৬ জুলাইতে আচমকা আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ান তামিম। পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। তবে দেড় বছরের ব্যবধানে গত শুক্রবার আবার বাংলাদেশ জাতীয় দল থেকে একেবারে সরে দাঁড়ান তিনি।

তখন থেকেই হাওয়া লাগে তামিমের বিসিবির কোনো পদে আসীন হওয়ার জল্পনা-কল্পনার পালে। বৃহস্পতিবার বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশালের জয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট প্রশাসনে আসার ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলেন, 'এই মূহুর্তে (অবস্থা) নেই বলার মতো।'

ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তামিম, 'আমি চেষ্টা করব যতদিন... এখন তো রিটায়ার্ড, তাই লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। ওসব খেলব। যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো, ওটা খেলব। যদি ফিট থাকি, যতদূর পারি খেলতে থাকব। আমার ফোকাসটা খেলা নিয়েই।'

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে বরিশাল। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ঢাকাকে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে দেয় তারা। এরপর মাত্র ২ উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে লক্ষ্য স্পর্শ করে দলটি। তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ছয় ম্যাচে চতুর্থ জয়ে তাদের অর্জন ৮ পয়েন্ট।

৪৪ বলে ফিফটি ছুঁয়ে তামিম ৬১ রানের ইনিংস খেলেন ৪৮ বলে। এবারের আসরে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি। তিনি মারেন ছয়টি চার ও একটি ছক্কা। বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তামিম। তিনি এই ম্যাচ খেলতে নামেন ৯৭৭ রান নিয়ে। এখন ৩০ ম্যাচে তার সংগ্রহ ৩৮.৪৪ গড় ও ১২৬.২৭ স্ট্রাইক রেটে ১০৩৮ রান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর এদিনই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। বরিশালের পারফরম্যান্স নিয়ে কিছুটা অতৃপ্তির কথা বলেন তিনি, 'মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল আমাদের। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম... আমাদের হাতে উইকেট ছিল। আমার মনে হয়, এই একটি ট্রিক আমরা মিস করেছি।'

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago