'ফুটবলের কোন স্মৃতি নেই,' আরও জিততে মরিয়া দি পল

কোপা আমেরিকার গত আসরের চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নও বটে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের কোপা আমেরিকা জিততে বেজায় চাপ অনুভব করেছে দলটি। ফুটবলে অতীত সাফল্য যে কোনো কাজে দেয় না, তা ভালোভাবেই টের পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল। আর এই ধারা বজায় রেখে আরও শিরোপা জিততে উন্মুখ এই মিডফিল্ডার।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ের ২২তম মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেজের গোলে উল্লাসে মাতে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে দি পল বলেন, 'আমরা বুঝতে পেরেছি যে ফুটবলের কোন স্মৃতি নেই এবং আমাদের আরও এগিয়ে যেতে হবে। সত্যি বলতে কি, এই কাপটি জেতা খুবই কঠিন ছিল। কারণ টিকে থাকা খুব কঠিন। প্রথম থেকে শুরু করে আবার করা। বিশ্বাস করুন, খুব কঠিন সময় ছিল।'

তবে শেষ পর্যন্ত জিততে পেরে দারুণ উচ্ছ্বসিত দি পল। এবং সতীর্থদের নিয়ে গর্বিত অ্যাতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার, 'কিছু কারণে দক্ষিণ আমেরিকার কেউ এটি (টানা দুইবার চ্যাম্পিয়ন) অর্জন করতে পারেনি। আমরা করতে পেরেছি। আমার সতীর্থদের জন্য এবং আর্জেন্টাইন হওয়ার জন্য আমি খুবই গর্বিত।'

ফাইনাল জয়ে এদিন দারুণ ভূমিকা ছিল দি পলের। বিশেষকরে কলম্বিয়ার অন্যতম চালিকা শক্তি লুইস দিয়াজকে আটকে দেওয়ায় কার্যকরী ভূমিকা রেখেছেন তিনি। গোলেও ছিল তার দারুণ অবদান। বিল্ডআপে দারুণ এক ট্যাকেলে প্রতিপক্ষের পা থেকে বলটি কেড়ে নিয়েছিলেন এই মিডফিল্ডারই।

ফাইনালে নিজের ভূমিকা নিয়ে বললেন, 'আমি আমার সবকিছু দেওয়ার চেষ্টা করি। আপনি যখন আপনার দেশের জার্সি পরেন, আপনি ক্ষমতায়িত বোধ করেন। কোচিং স্টাফরা আমাকে যা বলে তা করার জন্য আমি সবসময় দলের জন্য নিবেদিত। আজকে লুইস দিয়াজকে আটকানো খুব কঠিন ছিল, যে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি অনুভব করেছি যে আমাকে গঞ্জালো (মন্তিয়েল) এবং পরে নাহুয়েলকে (মোলিনা) সাহায্য করতে হবে। আমার মনে হয় আমরা ভালোভাবে করতে পেরেছি।'

'দলটি আবার এটি করতে পেরেছে, বেঞ্চ থেকে এসে ছেলেরা গোল করেছিল, এর মানে হল যে কোনো স্টার্টার কিংবা বদলি খেলোয়াড় বলতে কিছু নেই এবং আমরা সবাই একই দিকে দলকে টানছি,'  যোগ করে আরও বলেন দি পল।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago