‘সেরা খেলোয়াড়দের সমন্বয়ে এখন উজ্জীবিত টি-টোয়েন্টি দল’

Bangladesh cricket team
অনুশীলনে ফুরফুরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনই দারুণ ফুরফুরে মেজাজের এক দলের দেখা পাওয়া গিয়েছিল। কেবলই অনুশীলনের জন্য অনুশীলন না, প্রস্তুতির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল প্রাণবন্ত আবহ। নতুন আদলের দল নিয়ে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে আসার পর আরও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদ তো মনে করেন, তাদের এবারের দলটাতে আছে সেরা খেলোয়াড়দের সমন্বয়।

তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টিতেই সবচেয়ে বেহাল অবস্থা ছিল বাংলাদেশের। একের পর এক বিশ্বকাপ ব্যর্থতায় কোনভাবেই মিলছিল না আদর্শ সমন্বয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবার তাই এসেছে পাঁচটি বদল। 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একটি স্কোয়াডের খুঁজে থাকা বাংলাদেশের এবারের শুরুটা হয়েছে দারুণ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দেয় সাকিব আল হাসানের দল।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে ছিল বাংলাদেশের অনুশীলন। চট্টগ্রামের জয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে খেলোয়াড়দের মধ্যে ছিল উদ্দীপনা। নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গায় সবাইকে পাওয়া গেছে বেশ চনমনে।

দলের অনুশীলন সেরে হাসান গণমাধ্যমের সামনে এসে জানান তাদের আগামীর সম্ভাবনার কথা,  'এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দল আছে অন্যতম সেরা খেলোয়াড়দের সমন্বয় আমি দেখছি এরমধ্যে। খুবই উজ্জীবিত সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকবে সবার থেকে।' 

রোববার বিকেল ৩টায় হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। মঙ্গলবার একই সময়ে শেষ ম্যাচ। দুই ম্যাচের যেকোনো একটা জিততে পারলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এমন অর্জন হলে নিঃসন্দেহে সংক্ষিপ্ততম সংস্করণে থিতু দল পেতে বড় একটা ধাপ এগুনো যাবে। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকায় সিরিজ জিততেও জোর শক্তি পাচ্ছেন হাসান,  'আমরা ইনশাআল্লাহ্‌ সিরিজ জিতব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।'

'এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago