মাঠে নেমেই রেকর্ড বইতে ঢুকে গেলেন ইয়ামাল

ছবি: এএফপি

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের প্রথম ম্যাচের একাদশে আছেন লামিন ইয়ামাল। সেখানে জায়গা পেয়েই রেকর্ড বইতে ঢুকে গেছেন বার্সেলোনার এই কিশোর উইঙ্গার। ইউরোর ৬৪ বছরের ইতিহাসে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন তিনি।

শনিবার 'বি' গ্রুপের ম্যাচে বার্লিনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে স্পেন। মাঠে নেমেই রেকর্ডের মালিক হয়েছেন ইয়ামাল। এদিন তার বয়স মাত্র ১৬ বছর ৩৩৮ দিন।

ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় সবচেয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে প্রথমবার খেলার রেকর্ড এতদিন ছিল ক্যাসপার কোজলোভস্কির। ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে অভিষেকের সময় পোল্যান্ডের এই মিডফিল্ডারের বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন।

গত মৌসুমে বার্সার হয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৭ গোলের সঙ্গে ১০ অ্যাসিস্ট করেন তিনি। ফুটবল দুনিয়ার নজর কেড়ে স্পেন জাতীয় দলে ঠাঁই পেতে সময় লাগেনি তার।

গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় ইয়ামালের। এখন পর্যন্ত লা রোহাদের হয়ে তিনি খেলেছেন ৭ ম্যাচ। তার নামের পাশে রয়েছে ২ গোল।

Comments

The Daily Star  | English
An investment boom hidden in plain sight

Returnee migrant capital: An investment boom hidden in plain sight

Conservative estimates suggest the informal returnee capital formation is now significant enough to rival the country's entire foreign direct investment (FDI).

6h ago