কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া

ছবি: এএফপি

চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। তা সত্যি হলো। মিচেল স্টার্কও নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এতে অভিজ্ঞ তিন পেসারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে অস্ট্রেলিয়াকে। পূর্বঘোষিত প্রাথমিক দলে সব মিলিয়ে পাঁচটি পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দিল তারা।

বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের না থাকার বিষয়টি। নিয়মিত অধিনায়ক কামিন্সের জায়গায় দলটিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ।

কামিন্স ভুগছেন গোড়ালির চোটে, হ্যাজেলউড ভুগছেন নিতম্বের চোটে। স্টার্ক ঠিক কী কারণে সরে দাঁড়িয়েছেন, তা অবশ্য খোলাসা করা হয়নি। তার সিদ্ধান্তকে সম্মান করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি।

পেস আক্রমণের মূল তিন অস্ত্র না থাকাটা অজিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনভিজ্ঞদের দিয়ে একাদশ সাজাতে হবে তাদেরকে। কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন ডুয়ারশিস।

এখন পর্যন্ত ডুয়ারশিস একটি ও জনসন দুটি ওয়ানডে খেলেছেন। অ্যাবট এই সংস্করণে মাঠে নেমেছেন ২৬ ম্যাচে। স্কোয়াডে থাকা আরেক বিশেষজ্ঞ পেসার ন্যাথান এলিসের অভিজ্ঞতা আছে আটটি ওয়ানডে খেলার।

পিঠের চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ। কিছুদিন আগে আচমকা ওয়ানডে থেকে অবসর নিয়েছেন আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাদের শূন্যস্থান পূরণে ডাকা হয়েছে ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও লেগ স্পিনার তানভির স্যাঙ্গাকে। দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন অলরাউন্ডার কুপার কনোলি।

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। হাইব্রিড মডেলে মূল আয়োজক পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ম্যাচ। প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে 'বি' গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ হলো ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যালেক্স ক্যারি, ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির স্যাঙ্গা, অ্যাডাম জ্যাম্পা, শন অ্যাবট, ন্যাথান এলিস, স্পেন্সার জনসন ও বেন ডুয়ারশিস।

রিজার্ভ: কুপার কনোলি।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago