চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর স্মিথের অবসর

ছবি: এএফপি

সেমিফাইনালে ভারতের কাছে হেরে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে দলটিকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ এরপর শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার।

বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) পাঠানো একটি বিবৃতিতে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন স্মিথ। বিদায়ী বার্তায় তিনি বলেছেন, 'এটা একটা দারুণ যাত্রা ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।'

অজিদের হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বাদ নিয়েছেন স্মিথ। ২০১৫ সালে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর ২০২৩ ভারতের ডেরায় গিয়ে তারা উঁচিয়ে ধরেছিল শিরোপা। সেসব স্মৃতি রোমন্থন করেছেন ৩৫ পেরোনো তারকা, 'অনেক অসাধারণ সময় কাটিয়েছি এবং অসাধারণ সব স্মৃতি জমা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল দুটি বিশ্বকাপ জেতা। পাশাপাশি দুর্দান্ত কিছু সতীর্থকে পেয়েছি, যাদের সঙ্গে এই যাত্রা ভাগাভাগি করেছি।'

ভারতের বিপক্ষে দুবাইতে অনুষ্ঠিত ম্যাচটি হয়ে থাকছে স্মিথের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে অস্ট্রেলিয়া হেরে যায় ৪ উইকেটের ব্যবধানে। দল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও স্মিথের ব্যাট হেসেছিল ঠিকই। তিনে নেমে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ৯৬ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা।

ভবিষ্যতের দিকে তাকিয়ে অবসরের জন্য এটাই উপযুক্ত পরিস্থিতি মনে হয়েছে স্মিথের, '২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে ছেলেদের জন্য দুর্দান্ত একটি সুযোগ রয়েছে। তাই আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর জন্য এখনই সঠিক সময়।'

২০১০ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল স্মিথের। তিনি অজিদের ক্রিকেট ইতিহাসে এই সংস্করণে ম্যাচ খেলার তালিকায় ১৬ নম্বরে এবং রান সংগ্রহের তালিকায় ১২ নম্বরে আছেন। ১৭০ ওয়ানডেতে ৪৩.২৮ গড়ে তিনি করেছেন ৫৮০০ রান। ৩৫ হাফসেঞ্চুরির পাশাপাশি ১২ সেঞ্চুরি আছে তার নামের পাশে। লেগ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা স্মিথ নিয়েছেন ২৮ উইকেট। তার বোলিং গড় ৩৪.৬৭।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৬৪ ম্যাচে মাঠে নেমেছেন স্মিথ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ৩২ ম্যাচে, হেরেছে ২৮টিতে। বাকি চারটিতে কোনো ফল আসেনি। ওয়ানডে ছাড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও টি-টোয়েন্টির জন্য বর্তমানে টিম ম্যানেজমেন্টের ভাবনায় নেই তিনি।

স্মিথের মতে, সাদা পোশাকে দেওয়ার অনেক কিছু বাকি আছে তার, 'টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকারের জায়গা। আমি সত্যিই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর ও তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয়, এই সংস্করণে আমার এখনও অনেক অবদান রাখার সুযোগ আছে।'

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

53m ago