২০২৭ বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বললেন ‘সব পথ খোলা রাখছি’

Rohit Sharma

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন ছিলো হয়ত এবারই ইতি টানতে চলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ছেড়েছিলেন আগের বছর, এবার ওয়ানডে থেকেও বিদায় নেবেন ৩৭ পেরুনো ব্যাটার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতীয় অধিনায়ক জানালেন, তিনি ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না। তবে কি তার লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ?

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় অধিনায়ক আসরের পরদিন আইসিসির মুখোমুখি হন। সেখানে উপস্থাপক সানজানা গানেশানের প্রশ্ন ছিলো ২০২৭ বিশ্বকাপ তিনি খেলার লক্ষ্য রাখছেন কিনা। এই জবাবে রোহিত বলেন, 'এই মুহূর্তে এটা বলা খুবই কঠিন, তবে আমি আমার সমস্ত পথ খোলা রাখছি। আমি দেখতে চাই আমি কতটা ভালো খেলতে পারি।'

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ জেতানো ৭৬ রানে ইনিংস খেলেন রোহিত। ইনিংস ওপেন করতে নেমে শুরুতে ঝড় তোলার কাজটা তিনি ভালোই করতে পারছেন। আপাতত তাই খেলা ছাড়ার ইচ্ছে নেই তার,  'এই মুহূর্তে, আমি সত্যিই খুব ভালো খেলছি, এবং এই দলের সঙ্গে আমি যা করছি তা আমি উপভোগ করছি, এবং দলও আমার সঙ্গ উপভোগ করছে, যা ভালো লাগে। আমি সত্যিই ২০২৭ বলতে পারছি না, কারণ এটা অনেক দূরের ব্যাপার, তবে আমি আমার সমস্ত বিকল্প খোলা রাখছি।'

'যতক্ষণ আমি খেলা উপভোগ করছি, খেলা উপভোগ করছি, এই দলের জন্য আমি যা করছি তা উপভোগ করছি, আমি খেলা চালিয়ে যাব।'

ভারতীয় দল এখন যে জায়গায় আছে তাতেও সমন্বয় ভেঙে সরতে চান না রোহিত। দলের দারুণ আবহে ছুটতে চান তিনি, 'এটা এমন একটা জিনিস যা সত্যিই আমাকে খুশি করে। এখানে অনেক কিছু জড়িত, অনেক গর্বের ব্যাপার, এবং এই দল যেভাবে খেলছে, আমি এই দল ছেড়ে যেতে চাই না।'

'এই মুহূর্তে আমরা যেভাবে খেলছি, এখানে অনেক আনন্দ, তাদের সবার সাথে খেলতে অনেক মজা।'

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

1h ago