আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

১০০ বারের মধ্যে ৯৫ বারই এই ফাইনাল জিতবে ভারত: ব্রড

দুরন্ত ছন্দে থাকা ভারতের চলতি বিশ্বকাপ না জেতার কোন কারণ দেখছেন না ইংল্যান্ডের কিংবদন্তি পেস তারকা স্টুয়ার্ট ব্রড

বিশ্বকাপ ফাইনাল

১০০ বারের মধ্যে ৯৫ বারই এই ফাইনাল জিতবে ভারত: ব্রড

stuart broad | ১০০ বারের মধ্যে ৯৫ বারই এই ফাইনাল জিতবে ভারত: ব্রড

দুরন্ত ছন্দে থাকা ভারতের চলতি বিশ্বকাপ না জেতার কোন কারণ দেখছেন না ইংল্যান্ডের কিংবদন্তি পেস তারকা স্টুয়ার্ট ব্রড। তার মতে এই ফাইনাল ১০০বার হলে ৯৫ বারই তাতে জয়ী দলের নাম হবে ভারত।

রোববার আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের মতন বড় মঞ্চে সংশয়হীনভাবে ফেভারিট হিসেবে নামছে ভারত। যদিও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বিশ্বকাপ ইতিহাসেরই সফলতম দল। তবু সব কিছু মাথায় রেখেই ভারতকে অনেক এগিয়ে রাখছেন ব্রড।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে কলামে সাবেক এই পেসার লিখেছেন, 'ঘরের মাঠে ভারত ভীষণ শক্তিশালী। আমি বলল ১০০ বারের মধ্যে এই ফাইনাল ৯৫ বারই জিতবে ভারত।'

নিজের মন্তব্যের পেছনে যুক্তিও তুলে ধরেন ব্রড,  'আপনি যদি তাদের লাইনআপ দেখেন, শক্তি বুঝতে পারবেন। তাদের টপ ছয় ব্যাটারের প্রত্যেকে সেঞ্চুরি করে দল জেতাতে পারে। তাদের যেকোনো বোলার পাঁচ উইকেট নিতে পারে। যেটা অন্য কোন দলে আপনি পাবেন না।'

'ভারত বিশ্বকাপ জেতাটা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ জেতার মতন। এরকম জাদুকরী ব্যাপার আছে।'

সেরা দল হিসেবে ভারত বিশ্বকাপ জিতলে সেটা বিশাল এক জনগোষ্ঠীর উপর প্রভাব পড়বে, সেটা ক্রিকেটের জন্যই ইতিবাচক মনে করেন তিনি, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে খেলাটার জন্য দারুণ হয়। পরের প্রজন্ম অনুপ্রাণিত হবে। ২০১১ সালের পর যেটা হয়েছিলো।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago