হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছেন কি না, নিশ্চিত না: পুলিশ সদর দপ্তর
ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গেছেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক রফিকুল ইসলাম এ কথা জানান।
তদন্তকারী সংস্থা ও গোয়েন্দারা ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
অতিরিক্ত মহাপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, 'ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র ও গোয়েন্দা তথ্য যাচাই করে দেখা হচ্ছে। অপরাধীরা অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজেদের অবস্থান গোপন করার চেষ্টা করে, এ ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে।'
পুলিশ জানায়, সম্ভাব্য সব দিক মাথায় রেখে অনুসন্ধান চলছে। দেশের ভেতরে কোথাও অবস্থান করলে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, 'মিডিয়া ও বিভিন্ন সোর্স থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সব তথ্যই তদন্তের স্বার্থে যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে ফয়সাল বিদেশে পালিয়েছেন।'
হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা মোটিভ নিয়েও এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানান গোয়েন্দা প্রধান। তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়। বরং রাজনৈতিক প্রেক্ষাপটে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। তবে মূল আসামি ফয়সাল ও আরেক অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার না করা পর্যন্ত মোটিভ সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।'
পুলিশ জানায়, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আশ্রয়-প্রশ্রয়দাতা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

Comments