আবারো ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান
 
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মাঠের ভেতর ও বাইরের ঘটনাপ্রবাহ যখন মূল আসরকেই ছাপিয়ে যায়, ঠিক তখনই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নারী দল মুখোমুখি হতে যাচ্ছে আগামী রোববার (৫ অক্টোবর) কলম্বোতে আইসিসি নারী বিশ্বকাপের গ্রুপপর্বের এক ম্যাচে।
শ্রীলঙ্কার রাজধানীর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কি তবে আবারও দেখা মিলবে দুবাইয়ের সেই উত্তেজনার পুনরাবৃত্তি? এখনই নিশ্চিত করে বলা না গেলেও অপেক্ষায় রইল সারা বিশ্বের নজর। উল্লেখ্য, এবারের নারী বিশ্বকাপের সহ-আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
ইতিহাস অবশ্য স্পষ্টতই ভারতের পক্ষে কথা বলছে। আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের নারী দল। এর মধ্যে ২৪ বার জয় পেয়েছে ভারত, আর পাকিস্তান জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে।
শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ নারী বিশ্বকাপে। সেই ম্যাচে পাকিস্তানকে ১০২ রানে হারিয়েছিল ভারত।
চলতি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে আয়োজন করা হচ্ছে। কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যকার দ্বন্দ্বের কারণে দুই দল পরস্পরের দেশে খেলবে না বলেই জানিয়েছে; তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

 
 
             
            
Comments