টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল আফগানিস্তান
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা আফগানিস্তান আসন্ন ২০২৬ আসরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের দলে ঠাঁই হয়নি স্পিনার এএম গজনফরের, তার বদলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ মুজিব উর রহমান। দলে ফিরেছেন অলরাউন্ডার গুলবদিন নাইব ও পেসার ফজলহক ফারুকি।
বুধবার ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০২৬ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এই একই দল খেলবে।
অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও পেসার নাভিন-উল-হকের ফেরায় দলের শক্তি বেড়েছে। কাঁধের চোট কাটিয়ে ফিরছেন নাভিন। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে না থাকা ফজলহক ফারুকিও ফিরেছেন পেস আক্রমণে।
আরেকটি বড় পরিবর্তন এসেছে স্পিন বিভাগে। তরুণ এএম গজানফরকে রিজার্ভ তালিকায় পাঠিয়ে মূল দলে ফেরানো হয়েছে মুজিব উর রহমানকে।
দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক আহমদ শাহ সুলাইমানখিল বলেন, 'গুলবাদিন নাইব বড় ম্যাচের খেলোয়াড়, তার ফেরায় দল আত্মবিশ্বাস পাবে। নাভিন-উল-হকের ফেরাও আমাদের পেস আক্রমণকে ধারালো করবে। গজানফরকে মূল দলের বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল, তবে মুজিবের জন্য তাকে জায়গা ছাড়তে হয়েছে।'
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আবদুল্লাহ আহমদজাই, সিদ্দিকুল্লাহ অতল, ফজলহক ফারুকি, রহমানুল্লাহ গুরবাজ, নাভিন-উল-হক, মোহাম্মদ ইশাক, শাহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দরবেশ রাসুলি ও ইব্রাহিম জাদরান।
অতিরিক্ত: এএম গজানফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরীফি।
আসন্ন বিশ্বকাপে আফগানিস্তান খেলবে 'ডি' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রশিদ খানরা।
আফগানিস্তানের সূচি:
নিউজিল্যান্ড: ৮ ফেব্রুয়ারি (চেন্নাই)
দক্ষিণ আফ্রিকা: ১১ ফেব্রুয়ারি (আহমেদাবাদ)
সংযুক্ত আরব আমিরাত: ১৬ ফেব্রুয়ারি (দিল্লি)
কানাডা: ১৯ ফেব্রুয়ারি (চেন্নাই)


Comments