ট্রান্সফার লাইভ: রোনালদো, রদ্রিগো, কুনহা, ডেলাপ, ফ্রিমপং, উইর্টজ, টাহ, মদ্রিচ

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম প্রায় শেষের পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

ব্রাজিলে যেতে পারেন রোনালদো

স্প্যানিশ দৈনিক পত্রিকা 'মার্কা' জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়া একটি ব্রাজিলিয়ান ক্লাব থেকে প্রস্তাব এসেছে ৪০ বছর বয়সী আল-নাসর স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য। এই প্রস্তাবে তিনি জুনে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন। আল-নাসরে নতুন কোনো ট্রফি না পাওয়ার কারণে এশিয়ার বাইরের নতুন সুযোগ খুঁজছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যান ইউনাইটেডে যোগ দিচ্ছেন কুনহা

স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতিয়াস কুনহা। কুনহার চুক্তিতে থাকা ৬২.৫ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় করতে যাচ্ছে ক্লাবটি। যদিও এখনো ইউনাইটেড ও উলভসের মধ্যে সরাসরি আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি, তবে মৌসুম শেষ হলে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ক্লাব থেকেও আগ্রহ থাকলেও, কুনহার নিজস্ব ইচ্ছা ইউনাইটেডের হয়েই খেলা, চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন রদ্রিগো?

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো এবং ইতিমধ্যেই 'এক পা মাদ্রিদ থেকে বের করে ফেলেছেন' তিনি।বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে যে, রিয়ালে সুখে নেই এই ব্রাজিলিয়ান। সূত্র মতে, তিনি এখন এক ধরনের 'জটিল পরিস্থিতির' মধ্য দিয়ে যাচ্ছেন। আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড উভয় ক্লাবই রদ্রিগোকে দলে নিতে আগ্রহী, এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন।

বার্সেলোনার চোখের সামনে টাহকে ছিনিয়ে নিতে চায় বায়ার্ন!

বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার জোনাথন টাহকে দলে ভেড়ানোর আশায় ভাটা পড়ছে বার্সেলোনার। কারণ ইতোমধ্যে তার কাছে আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বায়ার্ন মিউনিখ। এরিক দায়ার চলে যাওয়ায় রক্ষণভাগে শক্তি বাড়াতে চায় জার্মান জায়ান্টরা। বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, বায়ার্ন এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে মরিয়া, এবং কয়েক দিনের মধ্যেই আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, হ্যান্সি ফ্লিক তার সাবেক শিষ্যকে দলে নিতে আগ্রহী।

রিয়ালে আরও এক বছর থাকতে পারেন মদ্রিচ

৪০-এ পা রাখতে যাওয়া লুকা মদ্রিচকে আরও এক মৌসুমের জন্য দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সম্ভাব্য পরবর্তী কোচ জাবি আলোনসো নিজেই চেয়েছেন তাকে দলে রাখতে। এই ক্রোয়েশিয়ানের বর্তমান চুক্তি ৩০ জুন শেষ হচ্ছে, এবং তাকে নিয়ে গুঞ্জন ছিল— তিনি সম্ভবত ক্লাব ছাড়ছেন। তবে এখন জানা গেছে, বেতন উল্লেখযোগ্যভাবে কমাতে রাজি হলে ক্লাব তাকে রেখে দিতে চায়।

ডেলাপের সঙ্গে মুখোমুখি আলোচনা ইউনাইটেডের

দ্য অ্যাথলেটিকের এক্সক্লুসিভ প্রতিবেদনে জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যেই ইংলিশ স্ট্রাইকার লিয়াম ডেলাপের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। ক্লাবের অনুমতি নিয়েই ম্যানচেস্টারে ভ্রমণ করেন ইপ্সউইচ টাউনের এই তারকা ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড ডেলাপকে নিয়ে আশাবাদী হলেও চেলসির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে বলে জানা গেছে। ইপ্সউইচের অবনমনের পর ডেলাপের চুক্তিতে থাকা ৩০ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজটি এখন সক্রিয় হয়ে গেছে।

লিভারপুলে মেডিকেল সম্পন্ন জেরেমি ফ্রিমপংয়ের

স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, সোমবার লিভারপুলে তার মেডিকেল পরীক্ষার শেষ ধাপ সম্পন্ন করেছেন বায়ার লেভারকুসেনের রাইট-ব্যাক জেরেমি ফ্রিমপং। রোববার তিনি যুক্তরাজ্যে এসে পৌঁছান এবং গতকাল সন্ধ্যায় উত্তর-পশ্চিম ইংল্যান্ডে তার মেডিকেলের সকল ধাপ শেষ করেছেন। লিভারপুল তার চুক্তিতে থাকা ৩৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পুরোপুরি পরিশোধ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ফ্রিমপং খুব শিগগিরই লিভারপুলের নতুন খেলোয়াড় হিসেবে ঘোষণা হতে পারেন।

জার্মানি ছাড়লে তবেই লিভারপুলে উইর্টজ

স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, বায়ার লেভারকুসেনের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে দলে নিতে আগ্রহী লিভারপুল, তবে তার আগে ক্লাবটি নিশ্চিত হতে চায় যে তিনি আদৌ জার্মানি ছাড়তে চান কিনা। বর্তমানে ধারণা করা হচ্ছে, উইর্টজ হয় লেভারকুসেনেই থেকে যাবেন, নয়তো বায়ার্ন মিউনিখে চলে যাবেন। বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত লেভারকুসেনে থাকার কথা তার।

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

7h ago