দক্ষিণ আফ্রিকার কাছে হেরে জ্যোতিদের বিশ্বকাপ শেষ

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর আর খুঁজে পাওয়া গেল না বাংলাদেশকে। এরপর টানা তিন বড় হারে বিশ্বকাপ শেষ হয়ে গেল নিগার সুলতানা জ্যোতিদের।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে স্রেফ ৩ উইকেট হারালেও মাত্র ১০৬ রান করেন জ্যোতিরা। ওই মামুলি পুঁজি ১৬ বল আগেই পেরিয়ে প্রোটিয়ারা।  এই হারে আনুষ্ঠানিকভাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ দল।

এদিনও রান পেলেও মন্থর ইনিংস খেলেন জ্যোতি। ৩৮ বলে করেন ৩২ রান, সোবহানা মুশতারি ৩৮ রান করেন ৪৩ বলে। তাদের এসব রান দলের কোন কাজেই আসেনি।

সহজ রান তাড়ায় দলের ২৩ রানে লাউরা ভলবার্ডেট আউট হলেও বিপদ হয়নি দক্ষিণ আফ্রিকার। তাজমিন ব্রিটস ৪১ বলে ৪২। আনকে বোসে ২৫ বলে ২৫ ও কলে টায়রন ১৩ বলে ১৪ করে দলের জয়ে রাখেন অবদান।

লক্ষ্য ছোট থাকায় দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা তাড়াহুড়ো করেনি, ম্যাচ শেষ করে সহজে। ব্যাটিংয়ের মতনই বোলিংয়েও প্রতিপক্ষকে কোন চ্যালেঞ্জ জানাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ফলে আরেকটি বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরছেন তারা।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago