উন্নয়নের নামে পানি উন্নয়ন বোর্ডের নদী বিধ্বংসী প্রকল্প

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে পানি সম্পদ। আমাদের জীবন-জীবিকা, প্রাণবৈচিত্র্য, জমির উর্বরতা সবকিছুই নদী-নির্ভর। এই নদীগুলোর ওপর একের পর এক আক্রমণ হচ্ছে। ভারতের বাঁধ, নদী সংযোগ পরিকল্পনা এবং দেশের ভেতর নেওয়া নানা প্রকল্প,দখল ও দূষণে নদীগুলোর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী?

এসব বিষয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

Comments

The Daily Star  | English

Yunus off to Japan on four-day official visit

The chief adviser left Hazrat Shahjalal International Airport for Tokyo at 2:10am

21m ago